চোট পেয়ে টেস্ট সিরিজে নেই সাউদি, কোটলায় সূর্য-পাওয়ারের জোড়া সেঞ্চুরি !

Last Updated:

নিউজিল্যান্ড: ৩২৪/৭ ( ডিক্লেয়ার) মুম্বই: ৪৩১/৫ দ্বিতীয় দিনের শেষে ১০৭ রানে এগিয়ে মুম্বই ৷ হাতে রয়েছে ৫ উইকেট

নিউজিল্যান্ড: ৩২৪/৭ ( ডিক্লেয়ার)
দ্বিতীয় দিনের শেষে ১০৭ রানে এগিয়ে মুম্বই ৷ হাতে রয়েছে ৫ উইকেট
#নয়াদিল্লি: সিরিজ শুরুর আগেই খারাপ খবর নিউজিল্যান্ডের জন্য ৷ চোটের জন্য প্রথম টেস্টের দলে নেই পেসার টিম সাউদি ৷ দলের ট্রেনিং সেশনে বাঁ-পায়ে ব্যাথা অনুভব করেন তিনি ৷ এর জন্য আর ঝুঁকি নেয়নি নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট ৷
advertisement
advertisement
কানপুরে আগামী ২২ তারিখ থেকে শুরু হতে চলা প্রথম টেস্টের দলে সাউদিকে ছাড়াই ১৫ জনের দল ঘোষণা করল ব্ল্যাক ক্যাপসরা ৷ তবে টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর শুধু প্রথম টেস্টই নয়, গোটা সিরিজেই আর পাওয়া যাবে না সাউদিকে ৷ লিগামেন্টে ব্যাথার জন্য টেস্ট সিরিজে সাউদিকে না খেলিয়ে ওয়ান ডে সিরিজের আগে তাঁকে পুরোপুরি তৈরি করতে চায় নিউজিল্যান্ড ৷ ধরমশালায় ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজ ৷
advertisement
এদিকে কোটলায় প্রস্তুতি ম্যাচে বড় রান গড়তে সফল মুম্বই ৷  দ্বিতীয় দিনের শেষে মুম্বইয়ের সংগ্রহ ৫ উইকেটে ৪৩১ রান ৷  ইতিমধ্যেই ১০৭ রানে এগিয়ে রয়েছে তারা ৷  এই রান তুলতে দলের দুই ব্যাটসম্যানের ভূমিকাই সবচেয়ে বেশি ৷ তাঁরা হলেন কৌস্তভ পাওয়ার (১০০) এবং নাইট রাইডার্সের অল-রাউন্ডার সূর্যকুমার যাদব ( ১০৩) ৷ দু’জনের দুর্দান্ত সেঞ্চুরির দৌলতে কোটলায় প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ভালমতোই অস্বস্তিতে কিউইরা ৷
বাংলা খবর/ খবর/খেলা/
চোট পেয়ে টেস্ট সিরিজে নেই সাউদি, কোটলায় সূর্য-পাওয়ারের জোড়া সেঞ্চুরি !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement