টস জিতল নিউজিল্যান্ড, পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করবেন উইলিয়ামসনরা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
New Zealand wins toss and will bat first against Pakistan in T20 World Cup semi final at Sydney. টস জিতল নিউজিল্যান্ড, পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করবেন উইলিয়ামসনরা
#সিডনি: ভারত ও জ়িম্বাবোয়ের কাছে দু’টি ম্যাচেই শেষ বলে হারে পাকিস্তান। পাকিস্তান সেমিফাইনালে যেতেই রাতারাতি সেই সুরটা বদলে গিয়েছে। সবাই বোধ হয় বুঝতে পারছে, ট্রফি জেতার দারুণ সুযোগও রয়েছে দলটার সামনে। অ্যাডিলেডের কিন্তু পাকিস্তানের রক্ষাকর্তা হয়ে ওঠার একটা ইতিহাস আছে। ১৯৯২-এ পঞ্চাশ ওভারের বিশ্বকাপে এ মাঠেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের ইনিংস ১০০ রানের মধ্যে শেষ হয়ে যায়।
আরও পড়ুন - বিশ্বকাপে সমুদ্রের মাঝে ১০ হাজার কোটির ক্রুজে রাত কাটাবেন ইংলিশ ফুটবলারদের বান্ধবী এবং স্ত্রীরা
তার পর ইংল্যান্ড ব্যাট করতে নামার আগেই বৃষ্টি নামে। ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়, পয়েন্ট ভাগাভাগি হয় দু’দলের মধ্যে। ওই লাইফলাইনটাই ওদের দরকার ছিল। এর পর ওই বিশ্বকাপে আর পিছন ফিরে তাকাতে হয়নি পাকিস্তানকে। কাপ জিতেই থামে। এবারও নেদারল্যান্ডস হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে আর তার ফলে সুযোগ এসে যায় পাকিস্তানের সামনে।
advertisement
কিউইরা প্রথম ম্যাচেই আয়োজক দেশ তথা গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে তাক লাগিয়ে দেয়। একটি ম্যাচ বৃষ্টির জন্য খেলা সম্ভব হয়নি। এরপর ইংল্যান্ডের কাছে তারা হেরে গেলেও বাকি ম্যাচগুলি জিতে গ্রূপ শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছয়। এই নিয়ে টানা পঞ্চমবার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল নিউজিল্যান্ড।
advertisement
উইকেট নেওয়ার বিচারে টুর্নামেন্টের সেরা চার বোলারের মধ্যে কেউ না থাকলেও শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হরিশ রউফরা পুনর্জন্ম পেয়ে যে সিডনির মাঠে আগুন ঝরাতে প্রস্তুত। এখনো পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ছয়বার দুই দলের সাক্ষাৎ হয়েছে, চারবার জিতেছে পাকিস্তান, বাকি দুইবার নিউজিল্যান্ড।
advertisement
নিউজিল্যান্ডের ওপেনিং বোলিং জুটি ট্রেন্ট বোল্ট ও সাউদিকে কিভাবে বাবর ও রিজওয়ান তথা পাকিস্তান টপ অর্ডার সামলান তার উপর ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2022 1:13 PM IST