বিশ্বকাপে সমুদ্রের মাঝে ১০ হাজার কোটির ক্রুজে রাত কাটাবেন ইংলিশ ফুটবলারদের বান্ধবী এবং স্ত্রীরা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
MSC World Europa a floating palace for English football WAGS sets sail for Qatar World Cup. সমুদ্রের মাঝে ভাসমান প্রাসাদে মজার রাত কাটাবেন ইংলিশ ফুটবলারদের বান্ধবীরা
#দোহা: বিশ্বকাপে ইংল্যান্ড ফুটবল দল মাঠে নেমে কতটা পারফর্ম করতে পারবে পরের কথা। বিশ্বকাপ শেষে কোচ সাউথগেটের চাকরি থাকে না যায় সেটা সময় বলবে। কিন্তু আপাতত ইংলিশ ফুটবলের অন্যতম বড় খবর হলেন ফুটবলারদের স্ত্রী এবং বান্ধবীরা। সমুদ্রের মাঝখানে যেন আস্ত একটা রাজপ্রাসাদ। কী নেই সেখানে? ছোটখাটো শহর বললেও ভুল হবে না।
বিশ্বকাপ ফুটবলের আয়োজন ঘিরে সাজ সাজ রব। ফুটবলারদের উৎসাহ জোগাতে কাতার পাড়ি দেবেন তাঁদের স্ত্রী, প্রেমিকারাও। ব্যতিক্রম নন ইংল্যান্ডের ফুটবলারদের সঙ্গিনীরাও। তবে তাঁদের জন্য থাকছে এলাহি ব্যবস্থা। ২০ নভেম্বর কাতারে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। সেখানে যাবেন ইংলিশ ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারাও।
আরও পড়ুন - সূর্য কুমারকে দেখে শেখ একটু! রিজওয়ানকে কড়া ধমক শাহিদ আফ্রিদির
তবে সঙ্গিনীদের সঙ্গে এক ছাদের তলায় থাকতে পারবেন না ফুটবলাররা। কাতারে ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকাদের জন্য থাকছে বিশেষ থাকার ব্যবস্থা। কোনও বিলাসবহুল হোটেল নয়। আস্ত একটা প্রমোদতরীতে থাকবেন তাঁরা। তবে এ যে সে প্রমোদতরী নয়। এই জাহাজ দেখলে চোখ ধাঁধাবে।
advertisement
advertisement
বিনোদনের সব রকম রসদ মজুত থাকছে ওই প্রমোদতরীতে। তার নাম ‘এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা’। একটা জায়গায় নোঙর করা থাকবে। সেখানেই বিশ্বকাপ চলাকালীন রাত কাটাবেন ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা। এই প্রমোদতরীর দাম জানলে চোখ কপালে উঠবে। জানা গিয়েছে, প্রমোদতরীটির দাম প্রায় ৯৩২৬ কোটি টাকা। যার নাম দেওয়া হয়েছে ‘ভাসমান প্রাসাদ’।
ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা যাতে কখনও মনে অনুভব করেন যে তাঁরা প্রমোদতরীতে রয়েছেন, সে জন্য বিলাসবহুল ব্যবস্থায় কোনও খামতি রাখা হয়নি। সেলুন, বুটিক, রেস্তরাঁ, পানশালা থাকছে সেখানে। কাতারে মদ্যপান করা নিয়ে কড়াকড়ি রয়েছে। তবে ওই প্রমোদতরীতে নিশ্চিন্তে দেদার মদ্যপান করতে পারেন ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা।
advertisement
আছে ডিস্কো এবং বড় সিনেমা হল। ছাদে সুইমিং পুল। গ্রিলস, হ্যারি কেন, ম্যাগুয়ের, ফোদেনদের স্ত্রী এবং বান্ধবীদের কাতার বিশ্বকাপে এমন অভিজ্ঞতা একেবারেই নতুন হতে চলেছে সেটা বলাই যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 09, 2022 12:38 PM IST