South 24 Parganas News : ১০০ মিটার সাঁতারে পুলে তোলপাড়, রাজ্য রেকর্ড গড়লেন এই সাঁতারু
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
সাঁতারে রেকর্ড করলেন জয়নগরের সাঁতারু সৌগত দাস। কলকাতার লেকটাউন সুইমিং পুলে আয়োজিত রাজ্য স্তরের সাঁতার প্রতিযোগিতায় ৫৪.৫৩ সেকেন্ডে একশো মিটার ফ্রি স্টাইল ইভেন্ট শেষ করেন সৌগত
দক্ষিণ ২৪ পরগনা : সাঁতারে রেকর্ড করলেন জয়নগরের সাঁতারু সৌগত দাস। কলকাতার লেকটাউন সুইমিং পুলে আয়োজিত রাজ্য স্তরের সাঁতার প্রতিযোগিতায় ৫৪.৫৩ সেকেন্ডে একশো মিটার ফ্রি স্টাইল ইভেন্ট শেষ করেন সৌগত। দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার দাবি, এই ইভেন্টে রাজ্য স্তরে এটা নতুন রেকর্ড। রাজ্যের কোনও প্রতিযোগী এত কম সময়ে এর আগে একশো মিটার ফ্রি স্টাইল ইভেন্ট শেষ করতে পারেননি।
বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন আয়োজিত তিন দিনের এই প্রতিযোগিতা হয়। উদ্বোধন করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। মোট এগারোটি জেলার প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দক্ষিণ ২৪ পরগনা থেকে অংশ নিয়েছিলেন ৬ প্রতিযোগী। এর মধ্যে বছর ঊনিশের সৌগত একাই তিনটি সোনা ও দু’টি রুপোর পদক জিতেছেন। প্রতিযোগিতায় রাজ্যের মধ্যে একক চ্যাম্পিয়নও হয়েছেন তিনি।
advertisement
advertisement
—- Polls module would be displayed here —-
জয়নগরের নিমপীঠের তুলসীঘাটা গ্রামের নিম্নবিত্ত পরিবারের ছেলে সৌগত। বাবা অটো চালান। ছোটবেলায় নিমপীঠেরই একটি ক্লাবে সাঁতার প্রশিক্ষণ শুরু করেন তিনি। পরে কলকাতার সুভাষ সরোবরে প্রশিক্ষক বিশ্বজিৎ দে চৌধুরীর অধীনে প্রশিক্ষণ নেন। কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌগত জানান, আগামিদিনে সাঁতার নিয়ে আরও এগোতে চান। তাঁর লক্ষ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য। বাবা অরবিন্দ দাস বলেন, “ছোট থেকেই সৌগতর সাঁতারে বিশেষ আগ্রহ ছিল। কখনওই ওকে অভাব বুঝতে দিইনি। চেষ্টা করেছি যতটা সম্ভব পাশে থাকতে। আজ পুরো পরিবার সহ গ্রামের সবাই খুব খুশি।
advertisement
দক্ষিণ ২৪ পরগনা জেলা সাঁতার দলের ম্যানেজার শ্রীমন্তকুমার ঘোষ বলেন, “একশো মিটার ফ্রি স্টাইলে এর আগে রাজ্য স্তরে রেকর্ড সময় ছিল ৫৪.৭৮ মিনিট। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল সৌগত। খুবই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছে ও। জেলা ক্রীড়া সংস্থার তরফে আগামিদিনে ওর আরও সাফল্য কামনা করি।
Suman Saha
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2024 7:03 PM IST