IND vs ENG: লর্ডসে ভারতীয় দলে ডাক পেলেন নতুন পেসার! যার সুইংয়ে কাবু সকলেই, কোনও চমকের অপেক্ষা?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 3rd Test: বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। বর্তমানে সিরিজের ফল ১-১। ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচের আগে ভারতীয় দলের সঙ্গে দেখা গেল এমন এক বোলারকে, যিনি তাঁর সুইং বোলিংয়ের জন্য পরিচিত।
বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। বর্তমানে সিরিজের ফল ১-১। ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচের আগে ভারতীয় দলের সঙ্গে দেখা গেল এমন এক বোলারকে, যিনি তাঁর সুইং বোলিংয়ের জন্য পরিচিত। তৃতীয় টেস্টের আগের দিন ভারতীয় দলের নতুন পেসারকে দেখে অবাক সকলেই।
আর সেই বোলার হলেন দীপক চাহার। দীপক চাহারকে শুধু দলের সঙ্গে দেখা গেলেন না, বরং তিনি প্র্যাকটিস সেশনেও অংশ নিলেন। দীপক চাহার সতীর্থ ব্যাটারদের ব্যাটিং প্র্যাকটিসে সাহায্য করলেন। দীপককে প্র্যাকটিসে ডাকাটা ভারতীয় দলের জন্য একপ্রকার মাস্টারস্ট্রোক হিসেবেই প্রমাণিত হতে পারে।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট বৃহস্পতিবার থেকে লর্ডসে খেলা হবে। লর্ডসের পিচ সাধারণত পেসারদের সহায়ক বলে ধরা হয়। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামও পিচ কিউরেটরকে এমন উইকেট তৈরি করতে বলেছেন, যাতে ঘাস থাকে। অর্থাৎ, ইংল্যান্ড ভারতীয় ব্যাটারদের সামনে সুইং বোলিংয়ের ফাঁদ পাততে চায়। ভারতীয় দলও তৎপরতা দেখিয়েছে এবং এমন একজন বোলারকে প্র্যাকটিসে ডেকেছে, যিনি সুইংয়ের জন্য পরিচিত।
advertisement
advertisement
দীপক চাহার ইংল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন। ভারতীয় দল সেটা কাজে লাগিয়েছে। ক্রিকেট প্রেমীরা জানেন, নতুন বলে উইকেট নেওয়ার ক্ষেত্রে ভারতের যেসব বোলারের নাম প্রথমে আসে, দীপক চাহার তাঁদের মধ্যে অন্যতম। আইপিএলে তো তিনি প্রায়শই নিজের চার ওভারই প্রথম স্পেলে করে নেন।
advertisement
সিরিজের যদি কথা বলা হয়, তবে ভারত ও ইংল্যান্ড দু’দলই একটি করে ম্যাচ জিতেছে। লিডসে ইংল্যান্ড ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল। ভারত এরপর বার্মিংহামে জবাব দেয় এবং ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারায়। লর্ডসে ২-১ ব্যবধানে লিড নিতে মরিয়া। এই কারণেই দুই দলই তাদের সর্বশক্তি দিয়ে এই ম্যাচে নামতে চলেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2025 11:36 PM IST