নিখরচায় গ্রামের ছেলেদের ক্রিকেট-পাঠ শেখাতে একক উদ্যোগে গড়ে তোলা হল অ্যাকাডেমি
Last Updated:
সিএবি নয়। সরকারি সাহায্যও নামমাত্র। তবু ব্যক্তিগত উদ্যোগে ক্রিকেট অ্যাকাডেমি। অন্য কোথাও নয়। এই গ্রামবাংলায়।
#বীরভূম: সিএবি নয়। সরকারি সাহায্যও নামমাত্র। তবু ব্যক্তিগত উদ্যোগে ক্রিকেট অ্যাকাডেমি। অন্য কোথাও নয়। এই গ্রামবাংলায়। কিভাবে সম্ভব হল ? সেই গল্প শুনতেই বীরভূমের অজগ্রামে পৌঁছে গিয়েছিল নিউজ ১৮ বাংলা ৷
বীরভূমের সদাইপুর। গ্রামের নাম বড়গুণসীমা। পাড়াগাঁয় বেশিরভাগ পরিবারেই আয়ের উৎস চাষবাস। এমন প্রেক্ষাপটে ক্রিকেট অ্যাকাডেমি !!! আকাশকুসুম নয়। বাস্তবে এটাই করে দেখিয়েছেন শেখ মহিম। ছোটবেলা থেকেই ক্রিকেট ভালবাসতেন। বেশিদূর এগোতে পারেননি। দুবরাজপুর পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ মহিম ১৫ বছরের চেষ্টায় গড়ে ফেলেছেন অ্যাকাডেমি। সিএবি নয়। একদম ব্যক্তিগত উদ্যোগে।
গ্যালারি তৈরির কাজে সরকারি সাহায্য জুটেছে। এই অ্যাকাডেমি থেকেই জেলা দলে খেলেছেন অনেকে। কোচিং করছেন রঞ্জি খেলা ক্রিকেটার। শুধু বড়গুণসীমা নয়। অ্যাকাডেমিতে এখন রোজ ছুটে আসে লাগোয়া ১০-১২টি গ্রামের যুবকরাও। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং শিখতে খরচা লাগে না এখানে। মুনাফ প্যাটেল থেকে অশোক দিন্দা। গ্রাম থেকে উঠে এসেও সফল ক্রিকেটার হওয়ার উদাহরণ কম নয়। তাই স্বপ্ন দেখা ছাড়েননি শেখ মহিম।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2018 5:02 PM IST