সুপার ওভারে দুরন্ত জয় মুম্বইয়ের
Last Updated:
আইপিএল-এ এক অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী থাকলেন দর্শকরা।
#রাজকোট: চলতি আইপিএলে কেকেআর-এর সঙ্গে সমান পাল্লা দিয়ে শীর্ষস্থানের লড়াইয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ এবছর ভাল ফল করতে কতটা মরিয়া রোহিত শর্মার দল, সেটা শনিবার ম্যাচেই আবার প্রমাণ পাওয়া গেল ৷
আইপিএল-এ এদিন এক অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী থাকলেন দর্শকরা। গুজরাত লায়ন্স-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের ফয়সালা হল সুপার ওভারে ৷ রুদ্ধশ্বাস সেই লড়াইয়ে শেষ হাসি হাসল মুম্বই ইন্ডিয়ান্সই। সুপার ওভারে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মার দল। সুপার ওভারে ২ উইকেট হারিয়ে ১১ রান করে মুম্বই। জবাবে মাত্র ৬ রানের বেশি করতে পারেনি গুজরাত। সুপার ওভারে অসম্ভব চাপকে সঙ্গে নিয়েই নিজের নার্ভ ঠিক রাখতে সফল মুম্বইয়ের পেসার জসপ্রীত বুমরাহ ৷ দলকে চলতি আইপিএলে আরও একটা জয়ে এনে দিলেন তিনিই ৷
advertisement
এদিন প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৩ রান করে গুজরাত। ঈশান কিষাণ করেন ৪৮ রান। ক্রুণাল পাণ্ড্য তিনটি এবং জসপ্রীত বুমরাহ ও লসিথ মালিঙ্গা দুটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে জয়ের কাছাকাছি পৌঁছেও ১৫৩ রানে অলআউট হয়ে যায় মুম্বই। পার্থিব প্যাটেল করেন ৭০ রান। ক্রুণাল ২০ বলে ২৯ রান করে জয়ের আশা জাগিয়েছিলেন। কিন্তু তিনি আউট হতেই ম্যাচ টাই হয়ে যায়। এরপর সুপার ওভারে মুম্বইয়ের হয়ে বাকি কাজটা করে দেন বুমরাহ ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 30, 2017 11:49 AM IST