আজ বিশ্বকাপ জয়ের সুযোগ ভারতের, ড্রেসিংরুমে শেফালিদের সঙ্গে 'সোনার ছেলে'
- Published by:Suman Majumder
Last Updated:
Neeraj Chopra: বিশ্বকাপ ফাইনালের আগে ভারতের মেয়েদের ক্লাস নিলেন সোনার ছেলে।
জোহানেসবার্গ : মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ। ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হবে এই মেগাফাইনালে। প্রথমবার অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি। আর প্রথমবারেই ফাইনাল খেলছে ভারতীয় দল।
ঝুলন গোস্বামী ভারতের মেয়েদের ফাইনালের আগে টেনশন না নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ফাইনাল মনে করে ম্যাচটা খেললে টেনশন বাড়বে। প্রথমবার ফাইনাল খেলছে ভারতের মেয়েরা। যতটা সম্ভব মন হালকা করে খেলতে হবে।
আরও পড়ুন- আইসিসি ট্রফির ফাইনালে বারবার ধাক্কা, আজ ভাগ্য বদলানোর লড়াই ভারতের মেয়েদের
advertisement
ফাইনালে নামার আগে ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন নীরজ চোপড়া। বেশ কিছুক্ষণ তিনি সময় কাটালেন ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে। ফাইনালে আগে নীরজের মতো পদকজয়ী তারকার থেকে পরামর্শ পেয়ে চাঙ্গা ভারতীয় ক্রিকেটাররা।
advertisement
ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক শেফালি বর্মা। আজ ফাইনালের দিন তাঁর আবার জন্মদিন। নীরজ এদিন শেফালিদের সঙ্গে কেক কাটলেন। বার্থ ডে গার্ল শেফালিকে শুভেচ্ছা জানালেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরজ।
ভারতীয় মহিলা ক্রিকেট দল এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। বারবার বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষমেশ হতাশা নিয়ে ফিরতে হয়েছে। ২০১৭ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২০ সালে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেললেও ট্রফি জেতা হয়নি ভারতের মেয়েদের। এবার তাই সুবর্ণ সুযোগ।
advertisement
আরও পড়ুন- ১০ নম্বর অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সামনে জকোভিচ, বাধা গ্রিক তারকা সিসিপাস
কিছুদিন আগে কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। তবে এবার বিশ্বজয়ের সুযোগ। আর বিশ্বকাপ জিততে পারলে এদেশে মেয়েদের ক্রিকেটের ছবিটাও বদলে দিতে পারবেন শেফালিরা। সেটা তাঁরা হয়তো নিজেরাও জানেন। তবে ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে আজ ভারতের লড়াইটা বেশ কঠিন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2023 4:19 PM IST