১১ মাস পর বিশ্বকাপের প্রাইজ মানি ও বোনাসের অংশ পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় ১১ মাস বাদে টুর্নামেন্টের প্রাইজ মানি এবং ম্যাচ জেতার পুরস্কারের টাকা পেতে চলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা ৷
#ঢাকা: ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পর এতগুলি মাস কেটে গেলেও নিজেদের প্রাপ্য বোনাস এবং প্রাইজ মানি পাননি বাংলাদেশের ক্রিকেটাররা ৷ অবশেষে সেই টাকাটা পেতে চলেছেন তাঁরা ৷ বিশ্বকাপে প্রতি ম্যাচে জয়ের জন্য ক্রিকেটারদের ৪০ হাজার ডলার করে পাওয়ার কথা। সেই হিসাবে তিনটি জয়ের জন্য তাদের প্রাপ্য এক লাখ ২০ হাজার ডলার।
গত বছর ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শেষ হয় বাংলাদেশের ৷ বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় ১১ মাস বাদে টুর্নামেন্টের প্রাইজ মানি এবং ম্যাচ জেতার পুরস্কারের টাকা পেতে চলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা ৷ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা কোয়াবের সভাপতি নঈমুর রহমান দুর্জয় শুক্রবার ক্রিকেটারদের প্রাইজ মানি পাওয়ার বিষয়টি ক্রিকেট ওয়েবসাইট Cricbuzz-কে নিশ্চিত করেন ৷
advertisement
খেলোয়াড়দের দাবির পরিপ্রেক্ষিতে কোয়াব ও বিসিবির মধ্যে আলোচনার পর পুরস্কারের অর্থ দিতে রাজি হয় বোর্ড। এখন সব মিলিয়ে বিশ্বকাপ স্কোয়াডের সদস্যরা পাচ্ছেন প্রায় দু’কোটি টাকা।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2020 7:14 PM IST