ঘোষিত জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২২-এর তালিকা, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পাচ্ছেন শরথ কমল

Last Updated:

সোমবার ঘোষণা করা হল জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম। ধ্যানচাঁদ খেলরত্ন পাচ্ছেন শরথ কমল। এছাড়া অর্জুন পুরস্কার পাচ্ছেন লক্ষ্য সেন, এইচএস প্রণয়, নিখাত জারিনরা।

#নয়াদিল্লি: জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক। সোমবার ঘোষণা করা হয় পুরস্কার প্পাকদের তালিকা। এবার সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পাচ্ছেন ভারতের তারকা টেবিল টেনিস খেলায়ার অতন্ত শরথ কমল। এই বছর বার্মিংহামে কমনওয়েলথ গেমসে কমল দারুন পারফর্ম করেছিলেন। তিনি গেমসে চারটি পদক জিতেছিলেন, যার মধ্যে তিনটি সোনা।
advertisement
advertisement
এছাড়া অর্জুন পুরস্কার পাচ্ছেন হকিতে ধরমবীর সিং, কবাডিতে বি সি সুরেশ, ব্যাডমিন্টনে লক্ষ্য সেন, এইচএস প্রণয়, বক্সিংয়ে অমিত পাঙ্ঘল, নিখাত জারিন সহ অন্যান্য একাধিক ক্ষেত্রের ক্রীড়া ব্যক্তিত্বরা। দ্রোণাচার্য পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন বক্সিংয়ে মহম্মদ আলি কামার, তিরন্দাজিতে জীবনজ্যোৎ সিং তেজা সহ অনন্যান্যরা। এছাড়া দ্রোণাচার্য লাইফ টাইম ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন ভারতীয় দলের অধিনাক রোহিত শর্মার কোচ দীনেশ লাড।
advertisement
এক ঝলকে দেখে নিন জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২২-এর তালিকা-
মেজর ধ্যানচাঁদ খেলরত্ন : অচন্ত শরথ কমল (টেবিল টেনিস)।
দ্রোণাচার্য পুরস্কার (রেগুলার ক্যাটেগরি): জীবনজ্যোৎ সিং তেজা (তিরন্দাজি), মহম্মদ আলি কামার (বক্সিং), সুমা শিরুর (প্যারা শ্যুটিং), সুজিত মান (কুস্তি)।
দ্রোণাচার্য (লাইফটাইম ক্যাটেগরি) পুরস্কার: দীনেশ লাড (ক্রিকেট), বিমল ঘোষ (ফুটবল), রাজ সিং (কুস্তি)।
advertisement
জীবনকৃতী ধ্যানচাঁদ পুরস্কার: অশ্বিনী আকুঞ্জি সি (অ্যাথলেটিক্স), ধরমবীর সিং (হকি), বি সি সুরেশ (কবাডি), নীর বাহাদুর গুরুং (প্যারা অ্যাথলেটিক্স)।
অর্জুন পুরস্কার: সীমা পুনিয়া (অ্যাথলেটিক্স), এলধোস পল (অ্যাথলেটিক্স), অবিনাশ সাবলে (অ্যাথলেটিক্স), লক্ষ্য সেন (ব্যাডমিন্টন), এইচএস প্রণয় (ব্যাডমিন্টন), অমিত (বক্সিং), নিখাত জারিন (বক্সিং), ভক্তি কুলকার্নি (দাবা), আর প্রজ্ঞানানন্দ (দাবা), দীপ এক্কা (হকি), সুশীলা দেবী (জুডো), সাক্ষী কুমারী (কবাডি), নয়নমণি সাইকিয়া (লন বোল), সাগর ওভালকর (মল্লখম্ব), এলাভেনিল ভালারিভান (শ্যুটিং), ওমপ্রকাশ মিঠারভাল (শ্যুটিং), সৃজা আকুলা (টেবিল টেনিস), বিকাশ ঠাকুর (কুস্তি), আনশু (কুস্তি), সরিতা (কুস্তি), প্রবীণ (উশু), মানসী যোশী (প্যারা ব্যাডমিন্টন), তরুণ ধিলোঁ (প্যারা ব্যাডমিন্টন), স্বপ্নিল পাতিল (প্যারা সাঁতার), জারলিন অনিকা জে (বধিরদের ব্যাডমিন্টন)।
advertisement
রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার: ট্রান্সস্টাডিয়া এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেজ, কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, লাদাখ স্কি অ্যান্ড স্নোবোর্ড অ্যাসোসিয়েশন।
মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি: অমৃতসরের গুরু নানক দেব ইউনিভার্সিটি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ঘোষিত জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২২-এর তালিকা, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পাচ্ছেন শরথ কমল
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement