আত্মহত্যা জাতীয় স্তরের খেলোয়াড়ের, সুইসাইড নোটে প্রধানমন্ত্রী মোদির নাম !

Last Updated:

আত্মঘাতী হওয়ার আগে যে সুইসাইড নোটটি তিনি লিখেছেন সেটাই এখন দেশজুড়ে আলোড়ন তৈরি করেছে।

#নয়াদিল্লি:  দেশে খেলোয়াড় আত্মহত্যার ঘটনা লেগেই রয়েছে ৷ এবার আত্মহত্যা করলেন জাতীয় স্তরের এক হ্যান্ডবল খেলোয়াড় ৷ এই পর্যন্ত সব ঠিকই ছিল ৷ কিন্তু তাঁর সুইসাইড নোট দেখে সবার চক্ষু চড়কগাছ ! কেন ? কী এমন জিনিস লেখা রয়েছে সেখানে ? আসলে পুলিশ যে সুইসাইড নোট উদ্ধার করেছে, সেটা লেখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে ৷ স্বভাবতই এই ঘটনায় দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে ৷
ঠিক কেন এই খেলোয়াড় আত্মহত্যা করলেন ? সুইসাইড নোটের ভিত্তিতে যা জানা যাচ্ছে তা হল, এই হ্যান্ডবল খেলোয়াড়কে আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিনামূল্যে তাঁকে কলেজ হস্টেলে থাকতে দেওয়া হবে ৷ পাশাপাশি দেওয়া হবে খাবারও। সেই প্রতিশ্রুতি রক্ষা না হওয়ার ফলেই আত্মঘাতী হন পঞ্জাবের জাতীয় স্তরের এই হ্যান্ডবল খেলোয়াড়। তাঁর নাম পূজা। সুইসাইড নোটে তিনি লিখেছেন, " হস্টেলের খরচ না মেটাতে পারার ফলেই আত্মহত্যার পথ বেছে নিলাম।"
advertisement
গত বছরই পঞ্জাবের খালসা কলেজে ভর্তি হন পূজা। সেই সময় তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়, হস্টেলে থাকা ও দু'বেলা খাওয়ার জন্য কোনও টাকা দিতে হবে না। কিন্তু পূজার অভিযোগ, তাঁকে এবছর জানিয়ে দেওয়া হয় যে হস্টেলে আর থাকতে দেওয়া হবে না তাঁকে। আর এতেই সমস্যায় পড়েন তিনি। আত্মহত্যার পথ বেছে নেন দরিদ্র ঘরের এই ছাত্রীটি। একটি চার পাতার সুইসাইড নোট লিখেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
আত্মহত্যা জাতীয় স্তরের খেলোয়াড়ের, সুইসাইড নোটে প্রধানমন্ত্রী মোদির নাম !
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement