Haryana Basketball Player Death: অনুশীলনের সময় কোর্টেই মর্মান্তিক দুর্ঘটনা, হরিয়ানায় জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড়ের মৃত্যু!

Last Updated:

ভারী ওই ধাতব পোলের নীচে বেশ কয়েক সেকেন্ড চাপা পড়ে থাকেন হার্দিক৷ ঘটনার সময় ওই কোর্টে একাই ছিল সে৷

অনুশীলনের সময়ই মর্মান্তিক দুর্ঘটনা৷
অনুশীলনের সময়ই মর্মান্তিক দুর্ঘটনা৷
অনুশীলন করতে গিয়েই বিপত্তি৷ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ১৬ বছরের জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড়ের৷ মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে হরিয়ানার রোহতকে৷
দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মৃতের নাম হার্দিক রাঠি৷ ঘটনার সময় রোহতকের একটি স্থানীয় বাস্কেটবল কোর্টেই অনুশীলন করছিলেন হার্দিক৷ তখনই কোর্টের এক প্রান্তে ধাতব খুঁটি বা পোলের সঙ্গে লাগানো নেট ধরে ঝোলার চেষ্টা করেন তিনি৷ তখনই ভারী ওই ধাতব পোলটি উপড়ে এসে তার উপরে পড়ে৷ ধাতব ওই পোলটি হার্দিকের বুকের উপরে এসে পড়ে৷
advertisement
ভারী ওই ধাতব পোলের নীচে বেশ কয়েক সেকেন্ড চাপা পড়ে থাকেন হার্দিক৷ ঘটনার সময় ওই কোর্টে একাই ছিল সে৷ হার্দিককে ওই ভাবে চাপা পড়তে দেখে আশেপাশের কোর্টে অনুশীলন করতে থাকা অন্যান্য খেলোয়াড়রা সাহায্যের জন্য এগিয়ে আসে৷ ভারী ওই ধাতব পোলটি সরিয়ে হার্দিককে উদ্ধার করা হয়৷ যদিও গুরুতর আহত হার্দিকের পরে মৃত্যু হয়৷
advertisement
advertisement
এই ঘটনার পরই মৃত ওই খেলোয়াড়কে শ্রদ্ধা জানাতে তিন দিনের জন্য রাজ্যের সমস্ত খেলাধুলোর অনুষ্ঠান বাতিল করেছে হরিয়ানা অলিম্পিক অ্যাসোসিয়েশন৷ হার্দিকের প্রতিবেশীরা জানিয়েছেন, সম্প্রতি একটি ট্রেনিং ক্যাম্প থেকে ফিরেছিল হার্দিক৷ জাতীয় দলেও ডাক পেয়েছিলেন তিনি৷
advertisement
দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হার্দিকের বাবা সন্দীপ রাঠি তাকে এবং তার ভাইকে বাড়ির কাছে একটি স্পোর্টস ক্লাবে ভর্তি করে দিয়েছিলেন৷ যাতে সেখানে তারা অনুশীলন করতে পারে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Haryana Basketball Player Death: অনুশীলনের সময় কোর্টেই মর্মান্তিক দুর্ঘটনা, হরিয়ানায় জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড়ের মৃত্যু!
Next Article
advertisement
Haryana Basketball Player Death: অনুশীলনের সময় কোর্টেই মর্মান্তিক দুর্ঘটনা, হরিয়ানায় জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড়ের মৃত্যু!
অনুশীলনের সময় মর্মান্তিক দুর্ঘটনা, হরিয়ানায় জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড়ের মৃত্যু!
  • জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড়ের মর্মান্তিক পরিণতি!

  • অনুশীলনের সময় ভেঙে পড়ল ধাতব পোল৷

  • মৃত্যু হল ১৬ বছর বয়সি বাস্কেটবল খেলোয়াড়ের৷

VIEW MORE
advertisement
advertisement