গরবার তালে চুটিয়ে নাচলেন পিভি সিন্ধু, নেট দুনিয়ায় ঝড় তুলল ভিডিও
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বর্তমানে ৩৬ তম জাতীয় গেমসে অংশ নেওয়ার জন্য় গুজরাতে রয়েছেন পিভি সিন্ধু।
#গুজরাত: ব্যাডমিন্টন কোর্টে দেশের নাম বারংবার উজ্জ্বল করেছেন পিভি সিন্ধু। দেশের প্রথম মহিলা শাটলার হিসেবে পরপর দুটি অলিম্পিকে পদক জিতে গড়েছেন অনন্য নজির। রিও-তে রূপো ও টোকিওতে ব্রোঞ্জ জেতেন সিন্ধু। চলতি বছরে কমনওয়েলথে গেমসে সোনা জিতেছেন তিনি। এছাড়া ঝুলিতে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাবও। ২০১৫-তে পদ্মশ্রী, রিও-তে রূপো জয়ের পর খেলরত্ন ও পরপর দুটি অলিম্পিকে সাফল্যের পর সম্মানিত হয়েছেন 'পদ্মভূষণ'-এ । তবে এবার ব্য়ডমিন্টন কোর্ট নয়, অন্য় ভূমিকায় দেখা গেল ভারতীয় তারকা শাটলারকে।
It's GARBA night for @Pvsindhu1 🎇 Scintillating SINDHU✨ clicked amidst Navratri celebrations in Ahmedabad 📸 Look at her enjoying garba with ace athletes @anjubobbygeorg1 and @TMurgunde 🤩#36thNationalGames #NationalGames2022 pic.twitter.com/44EJrikPHQ
— SAI Media (@Media_SAI) September 29, 2022
advertisement
advertisement
বর্তমানে ৩৬ তম জাতীয় গেমসে অংশ নেওয়ার জন্য় গুজরাতে রয়েছেন পিভি সিন্ধু। আর এই সময় নবরাত্রি উপলক্ষ্য়ে গুজরাত জুড়ে উৎসবের আবহ। এই সময় গুজরাতে গরবার তালে মেতে ওঠেন সকলে। নিজেকেও গরবা থেকে দূরে রাখতে পারলেন না পিভি সিন্ধু। জাতীয় গেমসে অংশ নিতে গিয়ে গুজরাতের একটি নবরাত্রির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারকা শাটলার। তবে সিন্ধু একা নয়, সঙ্গে ছিলেন অঞ্জু ববি জর্জ, টি মুরগুন্ডে সহ অন্য়ান্য় অ্য়াথলিটরা। অনুষ্ঠানে সকলকে একসঙ্গে গরবা নাচতে দেখা য়ায। গরবার তাল ও ছন্দ চুটিয়ে উপভোগ করেন পিভি সিন্ধু।
advertisement
আরও পড়ুন: কাবুলে পরীক্ষা চলাকালীন ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ২৩! হতাহত বৃদ্ধির আশঙ্কা
সাই মিডিয়ার তরফ থেকে পিভি সিন্ধু, অঞ্জু ববি জর্জদের গরবা নাচ সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করা হয়। যেই ভিডিও রিট্য়ুইট করেন পিভি সিন্ধুও। সেই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। নেটিজেনরা সকলেই খব পছন্দ করেছেন পিভি সিন্ধুদের নাচ। ব্য়াডমিন্টন কোর্টের বাইরে নাচেও য়ে বেশ পটু ভারতীয় তারকা শাটলার তা এর আগেও একাধিকবার প্রমাণ করেছেন পিভি সিন্ধু।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 30, 2022 4:37 PM IST