Nadia News: স্বপ্ন দেখার চোখ আর দক্ষতা এই দুইয়ে ভর দিয়ে জাতীয় ফুটবল দলে ডাক নদিয়ার সন্দীপের
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: বেঙ্গল টিমের হয়ে গোলরক্ষক হিসেবে খেলতে ছত্তিশগড় গেল শান্তিপুরের ছেলে
নদিয়া: বাবা পেশায় মুদি দোকানদার। তবে ছেলে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত বড় হয়ে একদিন আই লিগ খেলবে। বরাবরই টানত তাকে গোলরক্ষক হওয়া। উচ্চ মাধ্যমিক পাশ করা সন্দীপের খেলার জীবনে পরপর শুধু সাফল্যের সিঁড়ি। অনূর্ধ্ব ২০ ন্যাশনাল ফুটবল প্রতিযোগিতায় বেঙ্গল টিমের জন্য যোগ্যতা অর্জন করল শান্তিপুর ব্রাজুকা ফুটবল অ্যাকাডেমির ছাত্র তথা গোলরক্ষক সন্দীপ সরকার।
বাড়ি শান্তিপুর বাগআচড়ায়। তার বাবা বাড়িতেই একটি মুদিখানা দোকান চালান। তার ছোট ভাই বর্তমানে প্রাথমিক স্কুলে পড়াশোনা করে। এর আগে পরিবারে কেউ কখনও ফুটবল খেলা নিয়ে ভাবেননি। তবে সন্দীপের স্বপ্ন ছিল একদিন জাতীয় দলের হয়ে ফুটবল খেলবে। সেই কারণেই ১২-১৩ বছর বয়স থেকেই ফুটবল খেলা শুরু করে সে। প্রথম থেকেই তার ইচ্ছে ছিল গোলরক্ষক হওয়ার।
advertisement
আরও পড়ুন – Sourav Ganguly: সোলো ট্রিপ, একা বিন্দাস মজা, সৌরভ গঙ্গোপাধ্যায় খোলামেলা উত্তরে বোল্ড সুন্দরী অভিনেত্রী
advertisement
সন্দীপ এর আগে খেলে রিলায়েন্স এবং কলকাতা লিগ। আর এবার বেঙ্গল টিমের জন্য খেলতে সে যাচ্ছে ছত্তিশগড়। ১২ তারিখে খেলা আর সেই কারণেই ইতিমধ্যেই ছত্তিশগড়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে তাঁর। খেলার জন্য প্রায়ই বাইরে বাইরে থাকতে হয় তাকে পরিবারের বড় ছেলে হওয়ায় কিছুটা অসুবিধে হয় আর্থিকদিক থেকে কখনও কখনও। তবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সকলেই। কোচ রাকেশের হাত ধরেই প্রথম ফুটবলের জগতে আসা। এছাড়াও পরিবারসহ বন্ধু-বান্ধব আত্মীয়স্বজন সকলেই পাশে রয়েছে তার বলে জানায় সে।
advertisement
আপাতত অনুর্ধ্ব ২০ ন্যাশনাল ফুটবল টিমের প্রতিযোগিতায় বেঙ্গল টিমের জন্য শান্তিপুরের ছেলে সন্দীপ সরকার খেলার উদ্দেশ্যে ছত্রিশগড়ের জন্য রওনা দিচ্ছে আর তাতেই খুশি অ্যাকাডেমির সকল সদস্য এবং খেলোয়াড়েরা।
নদিয়া জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি সুমন বসু ব্রাজুকা ফুটবল একাডেমির ভূয়ষী প্রশংসা করে বলেন, দারিদ্র্যের মধ্যেও বিভিন্ন প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে প্রত্যন্ত এই গ্রামে গড়ে ওঠা ব্রাজুকা ফুটবল অ্যাকাডেমি থেকে বিভিন্ন বয়সের বিভাগে একের পর এক রত্ন কখনও জোনাল কিংবা জেলা বা রাজ্য স্তরে আকর্ষণ হয়ে উঠছে কর্তৃপক্ষের। তবে সরকারি বিভিন্ন সহযোগিতা কিংবা সহৃদয় মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিলে তবেই তাদের কৃতিত্বের যোগ্য সম্মান দেওয়া হবে।
advertisement
Mainak Debnath
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2024 8:27 PM IST
