Sourav Ganguly: সোলো ট্রিপ, একা বিন্দাস মজা, সৌরভ গঙ্গোপাধ্যায় খোলামেলা উত্তরে বোল্ড সুন্দরী অভিনেত্রী

Last Updated:
Sourav Ganguly: সোলো ট্রিপ কী? এই ট্রিপে না থাকে পরিবারের কোনও মানুষ না থাকে বন্ধু -বান্ধব৷ ফলে মানুষ একার ইচ্ছায় ঘোরে, একার ইচ্ছাতেই খাওয়াদাওয়া করে
1/8
Sourav Ganguly: বাঙালি মাত্রেই কব্জি ডুবিয়ে খেতে এবং বেড়াতে যেতে খুবই ভালবাসেন৷ বাঙালির প্রিয় দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ও এর ব্যতিক্রম নন৷ দাদা বিরিয়ানি খেতে ভালবাসেন, এ কথা বাঙালি কেন ভারতের সমস্ত দাদা ফ্যানরাই জানেন৷ কিন্তু দাদা বেড়াতে ভালবাসলেও কীরকম করে বেড়াতে ভালবাসেন তা নিয়ে খুব একটা কারোর ধারণা ছিল না৷ Photo Courtesy- Sourav Ganguly/ Facebook Account
Sourav Ganguly: বাঙালি মাত্রেই কব্জি ডুবিয়ে খেতে এবং বেড়াতে যেতে খুবই ভালবাসেন৷ বাঙালির প্রিয় দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ও এর ব্যতিক্রম নন৷ দাদা বিরিয়ানি খেতে ভালবাসেন, এ কথা বাঙালি কেন ভারতের সমস্ত দাদা ফ্যানরাই জানেন৷ কিন্তু দাদা বেড়াতে ভালবাসলেও কীরকম করে বেড়াতে ভালবাসেন তা নিয়ে খুব একটা কারোর ধারণা ছিল না৷ Photo Courtesy- Sourav Ganguly/ Facebook Account
advertisement
2/8
এখন নতুন প্রজন্মের মধ্যে দারুণ একটা ট্রেন্ড সোলো ট্রিপ৷ এই সোলো ট্রিপের কনসেপ্ট কী তাও অবশ্য এখন সকলেই জানেন৷ এটা হল কোনও মহিলা কিম্বা পুরুষ তিনি সম্পূর্ণ একা কোনও ট্রিপে যান৷
এখন নতুন প্রজন্মের মধ্যে দারুণ একটা ট্রেন্ড সোলো ট্রিপ৷ এই সোলো ট্রিপের কনসেপ্ট কী তাও অবশ্য এখন সকলেই জানেন৷ এটা হল কোনও মহিলা কিম্বা পুরুষ তিনি সম্পূর্ণ একা কোনও ট্রিপে যান৷
advertisement
3/8
এই ট্রিপে না থাকে পরিবারের কোনও মানুষ না থাকে বন্ধু -বান্ধব৷ ফলে মানুষ একার ইচ্ছায় ঘোরে, একার ইচ্ছাতেই খাওয়াদাওয়া করে এই ট্রেন্ডের ফলে একটাই কথা থাকে যে যার ইচ্ছাতে সবকিছু করতে পারে৷ ফলে কারোর কথায় কোনও কিছু ঠিক করতে হয় না৷
এই ট্রিপে না থাকে পরিবারের কোনও মানুষ না থাকে বন্ধু -বান্ধব৷ ফলে মানুষ একার ইচ্ছায় ঘোরে, একার ইচ্ছাতেই খাওয়াদাওয়া করে এই ট্রেন্ডের ফলে একটাই কথা থাকে যে যার ইচ্ছাতে সবকিছু করতে পারে৷ ফলে কারোর কথায় কোনও কিছু ঠিক করতে হয় না৷
advertisement
4/8
দাদাগিরি অনুষ্ঠানে হাজির নায়িকারা একাধিক জনই সোলো ট্রিপের গল্প বলেন৷ এতেই বাঙালি অভিনেত্রী পায়েল সৌরভকে জিজ্ঞাসা করেন তাঁর সোলো ট্রিপ সম্পর্কে কী ধারণা৷ Photo Courtesy- Sourav Ganguly/ Facebook
দাদাগিরি অনুষ্ঠানে হাজির নায়িকারা একাধিক জনই সোলো ট্রিপের গল্প বলেন৷ এতেই বাঙালি অভিনেত্রী পায়েল সৌরভকে জিজ্ঞাসা করেন তাঁর সোলো ট্রিপ সম্পর্কে কী ধারণা৷ Photo Courtesy- Sourav Ganguly/ Facebook
advertisement
5/8
দাদাও দাদাগিরি অনুষ্ঠানে বেশ সহজেই নিজের মত প্রকাশ করে থাকেন তা সে তাঁর পরিবার নিয়ে কোনও কথা হোক বা নিজের কোনও কথা সব নিয়ে খোলামেলায় আলাপচারিতায় মাতেন৷
দাদাও দাদাগিরি অনুষ্ঠানে বেশ সহজেই নিজের মত প্রকাশ করে থাকেন তা সে তাঁর পরিবার নিয়ে কোনও কথা হোক বা নিজের কোনও কথা সব নিয়ে খোলামেলায় আলাপচারিতায় মাতেন৷
advertisement
6/8
এদিন তাই সোলো ট্রিপের প্রশ্নেও সপাট খেলেন৷ Photo Courtesy- Sourav Ganguly/ Facebook Account
এদিন তাই সোলো ট্রিপের প্রশ্নেও সপাট খেলেন৷ Photo Courtesy- Sourav Ganguly/ Facebook Account
advertisement
7/8
বলেন সোলো ট্রিপে গেলে দুদিন ঠিক আছে, কিন্তু তাঁর লোক পছন্দ, মার্কেটিং পছন্দ, ভাল খাওয়াদাওয়া পছন্দ আর সেটাও সঙ্গে থাকবে হয় বন্ধুবান্ধব, পরিবারের পছন্দের লোকজন৷
বলেন সোলো ট্রিপে গেলে দুদিন ঠিক আছে, কিন্তু তাঁর লোক পছন্দ, মার্কেটিং পছন্দ, ভাল খাওয়াদাওয়া পছন্দ আর সেটাও সঙ্গে থাকবে হয় বন্ধুবান্ধব, পরিবারের পছন্দের লোকজন৷
advertisement
8/8
আসলে দাদা খুবই পরিবারের সঙ্গে থাকতে ভালবাসেন, ভালবাসেন পাড়া কালচার৷ কারণ সবসময়েই তাঁকে সানাকে নিয়ে কথা বলতে দেখা যায়, আবার অন্য কোনও কাজের চাপ না থাকলে এখনও পাড়ার পুজোয় যান, বাজান ঢাক, ফলে পুরোন দিনের সকলকে নিয়ে আনন্দ করার মানসিকতায় বিশ্বাসী সৌরভ গঙ্গোপাধ্যায়৷ Photo- Sourav Ganguly/ Facebook Account 
আসলে দাদা খুবই পরিবারের সঙ্গে থাকতে ভালবাসেন, ভালবাসেন পাড়া কালচার৷ কারণ সবসময়েই তাঁকে সানাকে নিয়ে কথা বলতে দেখা যায়, আবার অন্য কোনও কাজের চাপ না থাকলে এখনও পাড়ার পুজোয় যান, বাজান ঢাক, ফলে পুরোন দিনের সকলকে নিয়ে আনন্দ করার মানসিকতায় বিশ্বাসী সৌরভ গঙ্গোপাধ্যায়৷ Photo- Sourav Ganguly/ Facebook Account 
advertisement
advertisement
advertisement