অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নাদালের
Last Updated:
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিনেই ইন্দ্রপতন ৷ স্বদেশীয় ফার্নান্দো ভার্দাস্কোর কাছে প্রথম রাউন্ডে হেরেই বিদায় নিলেন রাফায়েল নাদাল ৷ রড লেভার এরিনায় মঙ্গলবার চার ঘণ্টা ৪০ মিনিটের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে হার মানতে বাধ্য হন নাদাল ৷
#মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিনেই ইন্দ্রপতন ৷ স্বদেশীয় ফার্নান্দো ভার্দাস্কোর কাছে প্রথম রাউন্ডে হেরেই বিদায় নিলেন রাফায়েল নাদাল ৷ রড লেভার এরিনায় মঙ্গলবার চার ঘণ্টা ৪০ মিনিটের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে হার মানতে বাধ্য হন নাদাল ৷ খেলার ফল, ৭-৬ (৮-৬), ৪-৬, ৩-৬, ৭-৬ (৪-৭), ৬-২ ৷ পঞ্চম সেটে ২-০ গেমে পিছিয়ে পড়ার পর শেষপর্যন্ত ব্রেক পয়েন্ট সেভ করে ম্যাচে ফিরে আসেন ভার্দাস্কো ৷ তারপর আর ফিরে তাকাতে হয়নি স্পেনীয় খেলোয়াড়কে ৷ পাঁচ সেটের দীর্ঘ লড়াইয়ে নাদালের মতো মহাতারকাকে ছিটকে দেওয়ার পর ভার্দাস্কো বলেন, ‘ পঞ্চম সেটে আজকে আমি অবিশ্বাস্য খেলেছি ৷ জানি না কীভাবে এটা সম্ভব হল ৷ আমি আমার চোখ বুঝে নিয়েছিলাম ৷ তারপর সবকিছু ঠিকঠাক গিয়েছে এদিন ৷’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 19, 2016 4:44 PM IST