Muttiah Muralitharan Biopic: ২৮ সেপ্টেম্বর কলকাতায় মুরলীর বায়োপিক ‘৮০০’-এর ট্রেলার লঞ্চ, বন্ধু মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের ট্রেলার লঞ্চ করবেন সৌরভ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Muttiah Muralitharan Biopic Trailer Launch: কলকাতার অনুষ্ঠানের সৌরভ ছাড়াও আরও কয়েকজন ক্রিকেটারের থাকার কথা। বর্তমানের সৌরভ গঙ্গোপাধ্যায় বিদেশে থাকলেও ২৩-২৪ সেপ্টেম্বর নাগাদ তিনি কলকাতায় ফিরে আসবেন।
ঈরণ রায় বর্মন, কলকাতা: কলকাতায় আসছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলীধরন। চলতি মাসেই শহর তিলোত্তমায় পা রাখছেন মুরলী। তবে বিশ্বকাপের আগে কোন ক্রিকেটীয় অ্যাসাইনমেন্ট নয়। নিজের বায়োপিকের ট্রেলার লঞ্চে কলকাতায় আসছেন শ্রীলঙ্কার স্পিনার।
আগামী ২৮ সেপ্টেম্বর কলকাতায় মুরলীর বায়োপিক ‘৮০০’-এর ট্রেলার লঞ্চ। বন্ধু মুথাইয়া মুরলীধরনের বায়োপিকের ট্রেলার লঞ্চ করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দিন কয়েক আগেই মুম্বইতে সচিনের হাত ধরে লঞ্চ পেয়েছে মুরলীর বায়োপিকের ট্রেলার। সেই অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন আরেক শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার জয়সূর্য। কলকাতার অনুষ্ঠানের সৌরভ ছাড়াও আরও কয়েকজন ক্রিকেটারের থাকার কথা। বর্তমানের সৌরভ গঙ্গোপাধ্যায় বিদেশে থাকলেও ২৩-২৪ সেপ্টেম্বর নাগাদ কলকাতায় ফিরে আসবেন।
advertisement
advertisement
কলকাতা শহর বরাবরই পছন্দের মুথাইয়া মুরলীধরনের কাছে। কলকাতায় অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে মুরলীর। ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে এই কলকাতার মাটিতে হারিয়ে ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা দল। তারপর খেলা ছাড়ার সৌরভের ডাকে বাংলা ক্রিকেটের অন্যদিকে কাজ করেছিলেন। সৌরভের ভিশন ২০-২০ প্রজেক্টের স্পিন বোলিং পরামর্শদাতা ছিলেন মুরলী। এখনও সুযোগ পেলেই বাংলা ক্রিকেটের খোঁজখবর রাখেন।
advertisement
কলকাতার অনেক ক্রিকেটারদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগও রয়েছে। সেই নিজের পছন্দের শহর কলকাতায় বায়োপিকের ট্রেলার লঞ্চ অনুষ্ঠান করছেন মুরলী।

advertisement
সৌরভকে মুরলী নিজেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে থাকার অনুরোধ করেছিলেন বলে খবর। সৌরভ সঙ্গে সঙ্গে সেই প্রস্তাবে হ্যাঁ করে দেন। মহারাজের সময় অনুযায়ী অনুষ্ঠানের দিন ঠিক করা হয় ২৮ সেপ্টেম্বর। টেস্ট ক্রিকেটে রেকর্ড ৮০০ উইকেটের মালিক মুরলীর বায়োপিকের নামও সেই অনুযায়ী রাখা হয়েছে। মুরলীর বায়োপিকে কিংবন্তি স্পিনারের চরিত্রে অভিনয় করছেন মধুর মিত্তল। তিনিই পর্দায় মুরলীধরনের চরিত্রে অভিনয় করছেন। মধুর মিত্তল পরিচিত ‘শাকা লাকা বুম বুম’ সিরিয়ালটির জন্য। মুরলীর জীবনচিত্রে ক্রিকেট ছাড়াও তাঁর জীবনের আরও নানা লড়াইয়ের কাহিনি উঠে আসবে। ইতিমধ্যে তিন মিনিট সাত সেকেন্ডের ট্রেলার ২.৬ মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখেছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 14, 2023 11:12 AM IST