Musheer Khan Accident: সরফরাজ খানের ভাই মুশির খানের মারাত্মক অ্যাক্সিডেন্ট, এক চুলের জন্য বাঁচলেন প্রাণে, এত মাস খেলতে পারবেন না ক্রিকেট

Last Updated:

Musheer Khan Accident: সূত্রের খবর রাস্তায় চার-পাঁচবার পাল্টি খায় গাড়িটি, এরফলে মুশির মারাত্মক চোট পান।

মারাত্মক চোট পেলেন মুশির খান Photo- File
মারাত্মক চোট পেলেন মুশির খান Photo- File
লখনউ: টিম ইন্ডিয়ার তারকা প্লেয়ার সরফরাজ খানের ভাই মুশির খানের বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে৷ মারাত্মক অ্যাক্সিডেন্টের কারণে ঘাড়ে মারাত্মক চোট পেয়েছেন তিনি৷ মুশির খান নিজের বাবা নৌশাদ খানের সঙ্গে আজমগড় থেকে লখনউ যাচ্ছিলেন৷ সেই সময়ে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হন তাঁরা৷ কেন এই দুর্ঘটনা ঘটেছে তার কারণ অবশ্য এখনও জানা যায়নি৷ সূত্রের খবর রাস্তায় চার-পাঁচবার পাল্টি খায় গাড়িটি, এরফলে মুশির মারাত্মক চোট পান।
প্রাথমিক সূত্রের খবর অনুসারে তিনি অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। ক্রিকেট থেকে ৩ মাস থেকে খেলায় ফিরতে পারবেন না৷ এই চোটের কারণে তিনি সামনে শুরু হতে চলা ইরানি ট্রফিতে থাকতে পারবেন না৷ সরফরাজের পরিবার উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা৷ সগড়ি তহশিলের বাপুসার গ্রামের বাসিন্দা তাঁরা৷
advertisement
advertisement
—- Polls module would be displayed here —-
২০২৪ দলীপ ট্রফিতে তাঁর ব্যাটিং ধামাকা দেখা গিয়েছিল৷ নিজের অভিষেক ম্যাচে ইন্ডিয়া বি এবং ইন্ডিয়া এ -র খেলায় তিনি ১৮১ রান করেন৷ ৩৭৩ বল খেলে ১৮১ রানের ইনিংস সাজানো ১৬ টি চার ও ৫ টি ছক্কা ছিল৷
মুশির খান মুম্বইয়ের খেলোয়াড়৷ তাঁর বাবা নৌশাদ খান কোচ৷  ইরানি ট্রফিতে তিনি ছেলের সঙ্গেই যাচ্ছিলেন৷ মুশির খানের বয়স মাত্র ১৯ বছর৷ তিনি মুম্বইয়ের ইরানি কাপ দলে ছিলেন, রেস্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতেন অটল বিহারী বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে৷ পাশাপাশি রনজি ট্রফির প্রথম দলেও ছিলেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Musheer Khan Accident: সরফরাজ খানের ভাই মুশির খানের মারাত্মক অ্যাক্সিডেন্ট, এক চুলের জন্য বাঁচলেন প্রাণে, এত মাস খেলতে পারবেন না ক্রিকেট
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement