Mumbai IOC Session: ‘ভারতীয় ক্রীড়া জগতের ইতিহাসে অন্যতম গৌরবের মুহূর্ত’, IOC অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন নীতা আম্বানি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ভারতীয় ক্রীড়া ও ক্রীড়াবিদদের উন্নয়নে নরেন্দ্র মোদি সরকারের যে ভাবে কাজ করে চলেছে, এদিন তার প্রশংসা করেন নীতা আম্বানি৷ বলেন, ‘‘আপনি (নরেন্দ্র মোদি) বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা, নতুন ভারতের স্থপতি। আপনার সমর্থন এবং সাহায্যের জন্য এই অধিবেশন এতটা সফলভাবে বাস্তবায়িত হয়েছে৷”
মুম্বই: দীর্ঘ ৪০ বছর পরে ভারতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, IOC-র অধিবেশন৷ মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হয়ে গেল IOC-র ১৪১ তম এই অধিবেশনের৷ এদিনের অনুষ্ঠানে বক্তৃতা করেন IOC-র অন্যতম সদস্য নীতা আম্বানিও৷ জানান, এই অধিবেশনের আয়োজন করতে পারা, তাঁদের কাছে পরম সম্মানের বিষয়৷
ভারতীয় ক্রীড়া জগৎ ও ক্রীড়াবিদদের উন্নয়নে নরেন্দ্র মোদি সরকারের যে রকম নিরলস ভাবে কাজ করে চলেছে, এদিন তার প্রশংসা করে নীতা আম্বানি বলেন, ‘‘আপনি (নরেন্দ্র মোদি) বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা, নতুন ভারতের স্থপতি। আপনার সমর্থন এবং সাহায্যের জন্যেই এই অধিবেশন এতটা সফলভাবে বাস্তবায়িত হয়েছে৷”
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ এবং আইওসির প্রতিনিধিদের স্বাগত জানিয়ে এদিন শ্রীমতি নীতা আম্বানি বলেন, “৪০ বছর পরে ভারতে এই ঐতিহাসিক আইওসি অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে৷ মুম্বইয়ে প্রথমবার৷ এই অনুষ্ঠানের আয়োজন করতে পারা আমাদের কাছে পরম সম্মানের। আমচি মুম্বই ─ আমাদের মুম্বই ─ এখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই।”
advertisement
advertisement
#IOC member #NitaAmbani addresses the opening ceremony of the 141st IOC session at #Mumbai
This session is a defining moment in the history of sports in India as it will inspire millions of children to embrace sports: She says
Watch the live visuals | #NMACC #IOC #IOCSession pic.twitter.com/PsJ3ZLRFaI
— News18 (@CNNnews18) October 14, 2023
advertisement
নীতা আম্বানি জানান, এই অধিবেশনে, ভারত এবং বিশ্বের শক্তির এক অনন্য সমন্বয় সংগঠিত হয়েছে৷ তিনি বলেন, “আইওসি-র এই বৈঠকে আমি দু’টি দুর্দান্ত শক্তির সঙ্গম দেখতে পাচ্ছি। একটি হল অলিম্পিক মুভমেন্ট, যা মানবতাকে একত্রিত করে এবং সমস্ত জাতীয়, জাতিগত, ধর্মীয় এবং ভাষাগত বাধা অতিক্রম করে। অন্যটি হল ভারত, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, যে দেশ এই সভার আয়োজক।”
advertisement
নীতা আম্বানি জানান, যুদ্ধক্ষেত্র নয়, একমাত্র ক্রীড়াক্ষেত্রেই সার্বিক স্তরে এমন মহামিলন সম্ভব৷ তিনি বলেন, ‘‘আমাদের ৫ হাজার বছরের পুরনো সভ্যতা৷ এই সভ্যতার অন্যতম মূলমন্ত্র হল বসুধৈব কুটুম্বক্কম৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মাসে জি 20 শীর্ষ সম্মেলনে যা থিম হিসাবে ঘোষণা করেছিলেন। এর অর্থ — সমগ্র বিশ্ব এক পরিবার… বর্তমানে, অতীতের চেয়েও অনেক বেশি মাত্রায় বিশ্বে ভ্রাতৃত্ব এবং সংহতির পুনর্মিলন হওয়া দরকার৷”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
October 15, 2023 12:21 PM IST