Mumbai Indians release Hardik Pandya : খারাপ ফর্ম, আইপিএল নিলামে হার্দিক এবং ক্রুনালকে ছেড়ে দিতে পারে মুম্বই ইন্ডিয়ানস

Last Updated:

Mumbai Indians may not retain Hardik and Krunal Pandya. পান্ডিয়া ভাইদের ছেড়ে দেওয়ার পথে মুম্বই ইন্ডিয়ানস। মুম্বই ইন্ডিয়ানস ছেড়ে পান্ডিয়া ভাইদের ঠিকানা হতে পারে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি

পান্ডিয়া ভাইদের ছেড়ে দেওয়ার পথে মুম্বই ইন্ডিয়ানস
পান্ডিয়া ভাইদের ছেড়ে দেওয়ার পথে মুম্বই ইন্ডিয়ানস
মুম্বই ছেড়ে দিলে হার্দিক পান্ডিয়া এবং তার ভাই ক্রুনাল পান্ডিয়া ( Krunal Pandya) সম্ভবত নতুন আহমেদাবাদ ফ্রাঞ্চাইজিতে ( Ahmedabad franchise) যাবেন। নতুন ফ্র্যাঞ্চাইজি নাকি ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে পান্ডিয়া ভাইদের। নিজের রাজ্য গুজরাটের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা নতুন চ্যালেঞ্জ হবে তাদের কাছে। মাঠে এবং মাঠের বাইরে সম্প্রতি সময়টা ভাল যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার। ভারতের অলরাউন্ডার (all rounder) নিজের ছন্দ হারিয়েছেন। তাকে নিয়ে দোটানায় বিসিসিআই ( BCCI)।
advertisement
advertisement
রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা জুটি শুধু হার্দিক পান্ডিয়ার ওপর নির্ভরশীল হয়ে থাকতে রাজি নন বুঝিয়ে দিয়েছেন। অলরাউন্ডার হিসেবে ভারতীয় দল তৈরি করার চেষ্টা করছে ভেঙ্কটেশ আইয়ারকে। কিছুটা হর্ষল প্যাটেলকেও। একটা সময় হার্দিক পাণ্ডিয়া অলরাউন্ডার হিসেবে কপিল দেবকে ( Kapil Dev )মনে করাচ্ছেন বলে মত প্রকাশ করতেন অনেকেই। কিন্তু সেই অবান্তর তুলনা এখন পুরোপুরি অর্থহীন হয়ে দাঁড়িয়েছে।
advertisement
হার্দিক পাণ্ডিয়াকে আর অলরাউন্ডার ভাবতেই নারাজ তিরাশির বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। কলকাতায় আরসিজিসিতে গল্ফ টুর্নামেন্টের অনুষ্ঠানে যোগ দিয়ে কপিল দেব বলেন, অলরাউন্ডার হিসেবে তিনিই বিবেচিত হন যিনি ব্যাটিং-বোলিং দুটোই করেন। হার্দিক যখন বোলিং করছেন না, তখন কেন তাঁকে অলরাউন্ডার বলা হবে?
চোট সারিয়ে মাঠে ফিরে তিনি কেমন বোলিং করেন সেটা দেখার। হার্দিকের ব্যাটিং দক্ষতা নিয়ে কোনও সংশয় নেই কপিলের। তাঁর কথায়,হার্দিক দেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটার। তবে বোলিং পারফরম্যান্স নিয়ে কিছু বলা যাবে আরও বেশ কিছু ম্যাচের পরেই।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mumbai Indians release Hardik Pandya : খারাপ ফর্ম, আইপিএল নিলামে হার্দিক এবং ক্রুনালকে ছেড়ে দিতে পারে মুম্বই ইন্ডিয়ানস
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement