#মুম্বই: আসন্ন আইপিএলের মেগা নিলামে ( IPL mega auction) হার্দিক এবং তার ভাই ক্রুনাল পান্ডিয়াকে সম্ভবত রিলিজ করে দিতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ( Mumbai Indians to release Hardik Pandya)। অতীতে মুম্বইয়ের হয়ে দুরন্ত পারফর্ম করলেও সম্প্রতি হার্দিক পান্ডিয়া নিজের চোট শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি সেটা বোঝা গিয়েছে। শেষবার আইপিএলে ১২ ম্যাচ খেলে মোট ১২৭ রান করেছিলেন হার্দিক। গড় ১৪.১১। গত দুটো মরশুম ধরে বল করেননি।
আরও পড়ুন - China vs Taiwan : তাইওয়ান দখলের নকশা তৈরি চিনের, পাল্টা হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
মুম্বই ছেড়ে দিলে হার্দিক পান্ডিয়া এবং তার ভাই ক্রুনাল পান্ডিয়া ( Krunal Pandya) সম্ভবত নতুন আহমেদাবাদ ফ্রাঞ্চাইজিতে ( Ahmedabad franchise) যাবেন। নতুন ফ্র্যাঞ্চাইজি নাকি ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে পান্ডিয়া ভাইদের। নিজের রাজ্য গুজরাটের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা নতুন চ্যালেঞ্জ হবে তাদের কাছে। মাঠে এবং মাঠের বাইরে সম্প্রতি সময়টা ভাল যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার। ভারতের অলরাউন্ডার (all rounder) নিজের ছন্দ হারিয়েছেন। তাকে নিয়ে দোটানায় বিসিসিআই ( BCCI)।
রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা জুটি শুধু হার্দিক পান্ডিয়ার ওপর নির্ভরশীল হয়ে থাকতে রাজি নন বুঝিয়ে দিয়েছেন। অলরাউন্ডার হিসেবে ভারতীয় দল তৈরি করার চেষ্টা করছে ভেঙ্কটেশ আইয়ারকে। কিছুটা হর্ষল প্যাটেলকেও। একটা সময় হার্দিক পাণ্ডিয়া অলরাউন্ডার হিসেবে কপিল দেবকে ( Kapil Dev )মনে করাচ্ছেন বলে মত প্রকাশ করতেন অনেকেই। কিন্তু সেই অবান্তর তুলনা এখন পুরোপুরি অর্থহীন হয়ে দাঁড়িয়েছে।
হার্দিক পাণ্ডিয়াকে আর অলরাউন্ডার ভাবতেই নারাজ তিরাশির বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। কলকাতায় আরসিজিসিতে গল্ফ টুর্নামেন্টের অনুষ্ঠানে যোগ দিয়ে কপিল দেব বলেন, অলরাউন্ডার হিসেবে তিনিই বিবেচিত হন যিনি ব্যাটিং-বোলিং দুটোই করেন। হার্দিক যখন বোলিং করছেন না, তখন কেন তাঁকে অলরাউন্ডার বলা হবে?
চোট সারিয়ে মাঠে ফিরে তিনি কেমন বোলিং করেন সেটা দেখার। হার্দিকের ব্যাটিং দক্ষতা নিয়ে কোনও সংশয় নেই কপিলের। তাঁর কথায়,হার্দিক দেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটার। তবে বোলিং পারফরম্যান্স নিয়ে কিছু বলা যাবে আরও বেশ কিছু ম্যাচের পরেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hardik Pandya, Mumbai Indians