Virat Kohli's Daughter Vamika Threat Case: ১৫ তারিখ অবধি পুলিশ কাস্টডি অভিযুক্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ারের

Last Updated:

সফটওয়ার ইঞ্জিনিয়ার ( software engineer) বিরাট কোহলি - অনুষ্কা শর্মার (Virat Kohli and Anushka Sharma) ১০ মাসের মেয়েকে ধর্ষণের (Rape Threat) হুমকি দিয়েছিল ৷ সেই অভিযুক্তকে মুম্বই কোর্ট (Mumbai Court) পুলিশ কাস্টডিতে থাকবে ১৫ তারিখ অবধি৷

Rape threat to Virat and Anushka's daughter - Photo-File
Rape threat to Virat and Anushka's daughter - Photo-File
#মুম্বই: সফটওয়ার ইঞ্জিনিয়ার ( software engineer) বিরাট কোহলি - অনুষ্কা শর্মার (Virat Kohli and Anushka Sharma)  ১০ মাসের মেয়েকে ধর্ষণের (Rape Threat) হুমকি দিয়েছিল ৷ সেই অভিযুক্তকে মুম্বই কোর্ট (Mumbai Court) পুলিশ কাস্টডিতে থাকবে ১৫ তারিখ অবধি৷
মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের সাইবার সেল ২৩ বছরের অভিযুক্তকে গ্রেফতার করে৷ বুধবার দিন তাকে গ্রেফতার করা হয়৷   টি-২০ বিশ্বকাপে একেবারে গ্রুপ পর্বেই মুখ থুবড়ে পড়ে ভারতীয় ক্রিকেট দল। টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই  পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে যায় বিরাট কোহলির দল। এরপর  নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে হার স্বীকার করতে হয় বিরাট কোহলির দলকে। তারপর তথাকথিত দুর্বল দলগুলির বিরুদ্ধে জিততে পারলেও টি-২০ বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হয়েছে ভারতীয় দলকে। এভাবে দলের বিদায়ে দলকে সমালোচনার মুখোমুখি পড়তে হয়, আর সবচেয়ে বেশি সমালোচনার ঝড় সামলাতে হয়েছে অধিনায়ক বিরাট কোহলিকে৷  সেই সমালোচনা এবারে নেমেছিল একেবারে কুৎসিততম নোংরামির পর্যায়ে৷  পাকিস্তানের কাছে ভারতীয় দল হারার পর কুরুচিকর কাজ করেছিল হায়দরাবাদের এক সফটওয়্য়ার ইঞ্জিনিয়ার।
advertisement
advertisement
পাকিস্তানের কাছে টিম ইন্ডিয়া হারার পর বিরাট কোহলির একরত্তি মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। এমন নোংরা কাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল গোটা দেশ। পরিচয় লুকিয়ে এমন কাজ করেছিল কেউ বা কারা। ঘটনার তদন্ত শুরু করেছিল পুলিশের সাইবার ক্রাইম শাখা। শেষ পর্যন্ত কোহলির ছোট্ট মেয়েকে ধর্ষণের হুমকির অভিযোগে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয় ২৩ বছর বয়সী এক যুবককে। মুম্বই পুলিশের সাইবার সেল সেই যুবককে হায়দরাবাদ থেকে গ্রেফতার করে।  কোহলির ১০ মাসের শিশুকন্যাকে ধর্ষণের হুমকি দিয়েছিলেন সেই ব্যক্তি।
advertisement
২৩ বছর বয়সী ওই যুবকের নাম রামনাগেশ আলিবাথিনি। হায়দরাবাদের ওই অভিযুক্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার আগে একটি ফুড ডেলিভারি অ্য়াপ-এ কাজ করত৷ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করে এখন সে৷  @Criccrazyygirl নামের একটি ট্যুইটরা  অ্যাকাউন্ট থেকে বিরাট কোহলির ছোট্ট মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল।
advertisement
এর পরই নড়েচড়ে বসে সাইবার সেল। তদন্তের পর ওই যুবককে গ্রেফতার করা হয়। কোহলির মেয়ে ভামিকা (Vamika) এমন নোংরা আক্রমণের মুখে পড়ায় নিন্দা করেছিলেন গোটা দেশ। দিল্লি মহিলা কমিশনও এই ব্যাপারে তদন্তের জন্য পুলিশের উপর চাপ বাড়ায়। ওই যুবক কুরুচিকর পোস্ট করার পর অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিল। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। শেষমেশ হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli's Daughter Vamika Threat Case: ১৫ তারিখ অবধি পুলিশ কাস্টডি অভিযুক্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement