একাই লড়লেন মন্ত্রী মনোজ, বিজয় হাজারেতে মুম্বইয়ের বিরুদ্ধে লজ্জার হার বাংলার

Last Updated:

হার দিয়ে বিজয় হাজারে ট্রফি অভিযান শুরু করল বাংলা দল। প্রথমে ব্যাট করে মাত্র ১২১ রান করে বাংলা। জবাবে ৮ উইকেটে জয় পায় মুম্বই।

#রাঁচী: বিজয় হাজারে ট্রফিতে হার দিয়ে শুরু করল বাংলা ক্রিকেট দল। ব্যাটিং বিভাগের ভরাডুবির জেরে প্রতিপক্ষ মুম্বইয়ের বিরুদ্ধে সেভাবে কোনও লড়াই দিতে পারল না লক্ষীরতন শুক্লার ছেলেরা। ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১২১ রানে অলআউট হয়ে যায় বাংলার ইনিংস। মনোজ তিওয়ারী ৪৭ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত বাংলাকে। জবাবে ২ উইকেট হারিয়ে ১১৮ বল হাতে থাকতেই জয় পায় অজিঙ্কে রাহানের মুম্বই।
মরসুমের শুরুর দিক হওয়ায় রাচীর উইকেট সতেজ ছিল। ঘাসও যথেষ্ট ছিল উইকেটে। সকালের দিকে উইকেটের সুবিধা নিতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই। মুম্বই বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলার ইনিংস। অভিমন্যু ঈশ্বরন, ঋত্বিক চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, শাহবাজ় আহমেদরা কেউই বড় রান পাননি। একমাত্র ৬৪ বলে ৪৭ রান করেন মনোজ তিওয়ারী। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তানুশ কোটিয়ান।
advertisement
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও জয় পেতে কোনও অসুবিধা হয়নি মুম্বই দলের। পৃথ্বি শ ২৬ রান করে আউট হন। ১০ রান করেন যশশ্বী জয়সওয়াল। অধিনায়ক অজিঙ্কে রাহানে ও উইকেট রক্ষক হার্দিক তোমরের ব্যাটে ভর করে জয় পায় মুম্বই। অনবদ্য অর্ধশতরান করেন অজিঙ্কে রাহানে। ৭৪ রানের পার্টনারশিপ করেন তোমর ও রাহানে জুটি। শেষ পর্যন্ত ৫৯ রানে অপরাজিত থাকেন রাহানে ও ১৮ রানে অপরাজিত থাকেন তোমর। রবিবার বাংলার পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ মিজোরাম।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
একাই লড়লেন মন্ত্রী মনোজ, বিজয় হাজারেতে মুম্বইয়ের বিরুদ্ধে লজ্জার হার বাংলার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement