corona virus btn
corona virus btn
Loading

আধো আধো গলায় মালায়ালাম গান গাইল জিভা, ধোনি-কন্যার প্রতিভায় মুগ্ধ নেটিজেনরা

আধো আধো গলায় মালায়ালাম গান গাইল জিভা, ধোনি-কন্যার প্রতিভায় মুগ্ধ নেটিজেনরা

সে যে মহেন্দ্র সিং ধোনির মেয়ে তা কিন্তু জিভার প্রতিটা কার্যকলাপেই স্পষ্ট হয়ে ওঠে ৷

  • Share this:

আগেও গান গেয়ে ভাইরাল হয়েছে জিভা ৷ কখনও আবার নানা রকম ভাষায় কথা বলে নেটিজেনদের মন জয় করেছে ছোট্ট জিভা ৷ বয়স সবে ৪ বছর ৷ কিন্তু এর মধ্যেই জিভা বুঝিয়েছে নিজের প্রতিভা ৷ সে যে মহেন্দ্র সিং ধোনির মেয়ে তা কিন্তু জিভার প্রতিটা কার্যকলাপেই স্পষ্ট হয়ে ওঠে ৷ আর ছোট্ট জিভার সারল্য আর বাৎসাল্য রসে সকলেই মুগ্ধ হয়ে যান এক মুহূর্তেই ৷ এবার স্বয়ং ধোনি শেয়ার করলেন মেয়ের গানের ভিডিও ৷ মালায়ালাম ভজন ঝরঝর করে গেয়ে উঠল ছোট্ট জিভা ৷ এখনও উচ্চারণ পরিষ্কার নয় ৷ তবে জিভার কথা স্পষ্টই বোঝা যাচ্ছে ৷ আর আধো আধো উচ্চারণে শুনতে আরও সুন্দর লাগছে ৷

Published by: Simli Raha
First published: December 23, 2019, 10:36 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर