মুম্বই: এই দুটো দল ছাড়া আইপিএল হতে পারে নাকি? ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় দুটি দল শুধু ভারতে নয় বোধহয় সারা বিশ্বে। একদিকে নীল জার্সি, অন্যদিকে হলুদ জার্সি। আরব সাগরের পারে আইপিএলের ‘এল ক্লাসিকো’ নিয়ে উত্তাপ ক্রমশ বাড়ছে। এই ম্যাচ মানে যে প্রতিযোগিতার সবচেয়ে সফল দুই দলের টক্কর। আর অবশ্যই মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার দ্বৈরথ।ওয়াংখেড়েতে দু’দিন ধরে মাস্টার ব্লাস্টারের ক্লাসে হাজিরা দিয়েছেন রোহিত।
চেন্নাইয়ের বোলিংয়ে অভিজ্ঞতার অভাব কিছুটা হলেও চাপে রাখছে ধোনিকে। রাজবর্ধন হাঙ্গারগেকর, তুষার দেশপাণ্ডেরা প্রচুর ওয়াইড, নো-বল করেছিলেন আগের ম্যাচে। দীপক চাহারকেও ছন্দে দেখা যায়নি। বিরক্ত এমএসডি নেতৃত্ব ছাড়ার হুমকি দিয়েছিলেন তার পর।চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বইয়ের রেকর্ড বেশ উজ্জ্বল। মোট ৩৪ বারের সাক্ষাতে ২০বারই জিতেছে ইন্ডিয়ান্সরা।
The battalion will field first! 🦁#MIvCSK #IPL2023 #WhistlePodu 💛
— Chennai Super Kings (@ChennaiIPL) April 8, 2023
তবে এটা এমন একটা ম্যাচ যেখানে রেকর্ড শুধু কথা বলে না। মঈন আলি, শিবম দুবে, অম্বাতি রায়াডু, জাদেজা, ধোনিও রয়েছেন সিএসকের ব্যাটিং লাইন আপে। কাগজে-কলমে চেন্নাইয়ের ব্যাটিংকে অনেক বেশি শক্তিশালী দেখাচ্ছে। তবে রোহিত খেলে দিলে পাল্টে যেতেই পারে সমীকরণ। মুম্বই জানে নিজেদের ঘরের মাঠে যদি তারা এই ম্যাচে জিততে না পারে তাহলে চলছি টুর্নামেন্টে নিজেদের ওপর আরও চাপ নিয়ে ফেলবে তারা।
Rohit: "Great feeling to be back at Wankhede." #OneFamily #MIvCSK #MumbaiMeriJaan #MumbaiIndians #IPL2023 #TATAIPL
— Mumbai Indians (@mipaltan) April 8, 2023
তাই রোহিত শর্মা এবং বাকিরা আজ নিজেদের হোম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন চেন্নাইকে হারিয়ে। তবে একটা জমজমাট ক্রিকেট ম্যাচ যে অপেক্ষা করে আছে সেটা নিয়ে সন্দেহ থাকতে পারে না। যে দল চাপ সামলাতে পারবে তারাই শেষ পর্যন্ত বাজিমাত করবে। ধোনি বনাম রোহিত শর্মার মস্তিষ্কের লড়াই এই ম্যাচের প্রধান আকর্ষণ হতে চলেছে। খেলছেন না আর্চর ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।