ধোনির ব্যাটে 'পাড়ার দোকানের' স্টিকার! হইচই পড়ে গেল আইপিএল শুরুর আগে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ms Dhoni: বন্ধুত্ব কীভাবে পালন করতে হয়, ধোনি শিখিয়ে দিলেন। ছোটবেলার বন্ধুকে এভাবে সম্মান জানানো হয়তো ধোনির মতো মানুষের পক্ষেই সম্ভব!
রাঁচি: যাঁর জন্য তিনি ধোনি হয়েছিলেন, তাঁকে কী করে ভুলতেন ধোনি! এম এস ধোনি কখনও বন্ধুদের ভোলেন না। সেটা আরও একবার প্রমাণ হল। ধোনি এবার ছোটবেলার বন্ধু পরমজিৎ সিংয়ের দোকান প্রাইম স্পোর্টসের প্রোমোশন করলেন নিজের মতো। সেই দোকানের স্টিকার ব্যবহার করতে দেখা গেল তাঁকে।
ধোনি নিজের ব্যাটে সেই দোকানের স্টিকার লাগিয়ে ব্যাট করলেন নেটে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হল। সবাই ধোনির প্রশংসা করলেন। আইপিএল ২০২৪ এর আগে অনুশীলন শুরু করেছেন ধোনি। সেই সময়ই নিজের ব্যাটে ছোটবেলার বন্ধুর দোকানের স্টিকার লাগিয়ে ব্যাট করলেন ধোনি।
আরও পড়ুন- ক্রিকেটাররা সকাল থেকে রাত পর্যন্ত কী খান? সাধারণ ডায়েট নয়, থাকে ‘স্পেশাল’ খাবার
কেরিয়ারের শুরুর দিকে ধোনিকে স্পনসর করেছিলেন এই পরমজিৎ। ধোনি তাঁর প্রতি আজও কৃতজ্ঞ। বন্ধুত্ব কীভাবে পালন করতে হয় সেটা দেখিয়ে দিলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক।
advertisement
advertisement
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। তবে এখনও স্পনসর ও বিজ্ঞাপন থেকে প্রচুর টাকা উপার্জন করেন তিনি। এর আগে বহু নামীদামী সংস্থার স্টিকার দেখা গিয়েছে ধোনির ব্যাটে। এখনও ধোনিকে স্পনসর করার জন্য বহু সংস্থা অপেক্ষা করে। তবে কেরিয়ারের শেষ লগ্নে এসে ধোনি বন্ধুর জন্য বড় সিদ্ধান্ত নিলেন।
আরও পড়ুন- ভারতের ‘নতুন সচিন’! মধ্যবিত্ত বাড়ির ছেলে, রবিবার বিশ্বকাপ ফাইনালে দেশের ভরসা
২০২৫ সালের আইপিএলে ধোনি খেলবেন কি না ঠিক নেই। ফলে ২০২৪ আইপিএলেই হয়তো শেষবার দেখা গেল ধোনিকে। তাই কি এবারই প্রিয় বন্ধুকে বন্ধুত্বের জন্য প্রাপ্য সম্মান দিলেন ধোনি!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 08, 2024 1:50 PM IST