MS Dhoni: মারকাটারি অ্যাকশন, এবার 'সুপারকপ' ধোনি! সঙ্গে পার্টনার মাধবন, ঝড় তুলল টিজার

Last Updated:

MS Dhoni R Madhavan In A Action Packed Teaser: ধোনির একটি টিজার সামনে এসেছে। যেখানে ব্যাটের বদলে সুপারকপের লুকে হাতে বন্দুক নিয়ে একের পর এক গুলিবর্ষণে শত্রুদের ধ্বংস করছেন মাহি।

News18
News18
২২ গজে ব্যাট হাতে বিধ্বংসী ব্যাটিং, গোলা বর্ষণের মত চার-ছয় মেরে প্রতিপক্ষের বোলারদের নাস্তানাবুদ করতে তাকে দেখেছে ক্রিকেট দুনিয়া। শুধু তাই নয়, ঠান্ডা মাথায় কীভাবে বিপক্ষের একের পর এক প্ল্যানকে বিফল করতে হয় তাও দেখেছে সকলে। এবার সেই কাজ একটু অন্যভাবে করতে দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনিকে। এমএসডির বড় পর্দায় ডেবিউ নিয়ে বাড়ল জল্পনা।
ধোনির একটি টিজার সামনে এসেছে। যেখানে ব্যাটের বদলে সুপারকপের লুকে হাতে বন্দুক নিয়ে একের পর এক গুলিবর্ষণে শত্রুদের ধ্বংস করছেন মাহি। এখানেও ঠান্ডা মাথায় কীভাবে নিজের মিশন সাকসেস করতে হয় তার ঝলক দেখা গিয়েছে। শুধু ধোনি একা নয়, এই টিজারে তার পার্টনার তারকা আর মাধবন। নাম ‘দ্য চেজ’। পরিচালক ভাসান বালা। তবে সিনেমা নাকি অন্য কোনও চমক রয়েছে, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।
advertisement
মাত্র ৫৬ সেকেন্ডের টিজারে ধোনিকে কালো ট্যাকটিক্যাল গিয়ারে, বুলেটপ্রুফ জ্যাকেট ও সানগ্লাস পরে দেখা গিয়েছে। মাধবনেরও একইরকনের লুক। এক গোপন মিশনে বেরিয়েছে দুই টাস্কফোর্স অফিসার। টিজারের ক্যাপশনে লেখা ‘ওয়ান মিশন, টু ফাইটারস’। টিজারে গোলাগুলি চালানোর পাশাপাশি বলা হয়েছে একজন হৃদয় দিয়ে ভাবে, সেই চরিত্রে মাধবন। আর এক জন মস্তিষ্ক দিয়ে ভাবে, তিনি ধোনি।
advertisement
advertisement

 

View this post on Instagram

 

A post shared by R. Madhavan (@actormaddy)

advertisement
এর আগে বিজ্ঞাপনের দুনিয়ায় দীর্ঘ বছর ধরে কাজ করছেন এমএস ধোনি। ধোনি পত্নীর নিজের প্রোডাকশন হাউসও রয়েছে। তবে এমন অবতারে ধোনিকে দেখে মুগ্ধ ফ্যানেরা। দ্যা চেজের টিজার ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সিনেমা না অন্য কিছু, তা নিয়ে জল্পনা থাকলেও, অ্যাকশন হিরো হিসেবে ৫৬ সেকেন্ডেই বাজিমাত করে দিয়েছেন মাহি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
MS Dhoni: মারকাটারি অ্যাকশন, এবার 'সুপারকপ' ধোনি! সঙ্গে পার্টনার মাধবন, ঝড় তুলল টিজার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement