MS Dhoni News : 'ধোনি রেগে গেলে ভয়ঙ্কর! ড্রেসিংরুমে একটা বোতলকে লাথি মেরে...' মুখ খুললেন প্রাক্তন সতীর্থ
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
MS Dhoni News : ক্যাপ্টেন কুল হিসাবে পরিচিত থাকলেও রেগে গেলে মহেন্দ্র সিং ধোনি ভয়ঙ্কর৷ ভারতের প্রাক্তন অধিনায়ক নিয়ে মুখ খুললেন সতীর্থ৷
নয়াদিল্লি: টিম ইন্ডিয়ার সেরা অধিনায়কদের তালিকা করলে, সেখানে মহেন্দ্র সিং ধোনির নাম উপরের দিকেই থাকবে। তিনি ভারতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটারও ছিলেন। শুধু দেশ নয়, আইপিএলেও চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনির পারফরম্যান্স চোখে পরার মতোই৷ যাই হোক, ধোনি মানেই ক্যাপ্টেন কুল৷ প্রবল চাপের মধ্যেও যে নিজেকে বরফের মতো ঠান্ডা রাখতে পারে৷ কিন্তু ধোনি কি সত্যিই রাগ করেন না?
এই উত্তর কিছু ক্রিকেটার ইতিমধ্যেই দিয়েছেন৷ এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ধোনির একসময়ের সতীর্থ বদ্রীনাথ৷ চেন্নাই সুপার কিংসে এই দুই তারকা বহুদিন একসঙ্গে খেলেছেন৷
advertisement
এক সাক্ষাৎকারে বদ্রিনাথ বলেছেন, “ ভুলে যাবেন না দিনের শেষে ধোনিও একজন মানুষ। ম্যাচের সময় মাঠে পরিস্থিতি সবসময় এক থাকে না৷ তাই রেগে তাঁরও হয়। তবে অন্যরা যেভাবে রাগের বহিঃপ্রকাশ করেন, ধোনি সেটা করেন না৷ ও সেটা নিয়ন্ত্রণে রাখতে জানে৷” এমন কোন ম্যাচে ধোনিকে তিনি রাগতে দেখেছেন৷ স্মৃতি ঘেটে ধোনির এক সময়ের সতীর্থ বলছিলেন, “চেন্নাইয়ে RCB-এর বিরুদ্ধে একম্যাচে আমাদের সামনে টার্গেট ছিল মাত্র ১১০। তাড়াহুড়োয় আমরা আমরা ম্যাচটি হেরেছিলাম। সেদিনই ধোনিকে রাগতে দেখেছি আমি।”
advertisement
বদ্রীনাথ আরও বলছিলেন, “আমি অনিল কুম্বলের বলে এলবিডব্লিউ হয়েছিলাম। ড্রেসিংরুমের ফিরে বসেছিলাম আর ধোনি বেরিয়ে আসছিল। সেখানে একটা ছোট বোতলকে সে লাথি মেরে সরিয়ে দেয়। ওঁর চোখের দিকে তাকানোর সাহস আমার তখন ছিল না।”
advertisement
আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে বহু আগেই সরিয়ে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আশা করা হয়েছিল, ২০২৪-এই হয়তো শেষবারের মতো আইপিএল খেলে বুট জোড়া তুলে রাখবেন। না তা হচ্ছে না। মাহি ভক্তদের জন্য সুখবর এটাই যে, সব ঠিক থাকলে ২০২৫-এর চেন্নাইয়ের হলুদ জার্সিতে মাঠে নামতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2024 2:01 PM IST