Dhruv Jurel on Rohit Sharma: ক্যাপ্টেন রোহিত কেমন? ভারতের তরুণ উইকেটকিপার বললেন...

Last Updated:

Dhruv Jurel on Rohit Sharma: রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে খেলার অভিজ্ঞতা কেমন? জবাব দিলেন ভারতের তরুন উইকেটকিপার।

রোহিত শর্মার প্রশংসায় ভারতের তরুন উইকেটকিপার
রোহিত শর্মার প্রশংসায় ভারতের তরুন উইকেটকিপার
নয়াদিল্লি :  এই মুহুর্তে ভারতের ফার্স্ট চয়েজ উইকেটকিপার কে? তাতে ধ্রুব জুরেলের নাম এড়িয়ে যাওয়া কঠিন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন তিনি৷ এবার সামনে বাংলাদেশ৷ ঋষভ পন্থ না জুরেল, ভারতের উইকেটকিপারের দায়িত্ব কে সামলাবেন সেটাই এখন প্রশ্ন৷ তবে যাই হোক না কেন, জুরেল এসব নিয়ে ভাবছেন না৷ বরং ক্যাপ্টেন রোহিত শর্মাকে নিয়ে মুখ খুললেন তিনি৷
ভারতীয় ক্রিকেটে ক্যাপ্টেন রোহিত শর্মা কেমন? প্রশ্ন উঠতেই তার উত্তর দিয়েছেন ভারতের তরুন উইকেটকিপার৷ তাঁর মতে, রোহিত মাঠে ব্যাটিং বা ফিল্ডিং করার সময় যতটা আক্রমণাত্মক, মাঠের বাইরে ততটা নয়৷ সেখানে তিনি বড় ভাই-এর মতোই তরুণ ক্রিকেটারদের সঙ্গে মেশেন, হাসি-ঠাট্টায় মেতে থাকেন৷ প্রয়োজনে গাইডও করেন৷
advertisement
advertisement
জুরেল সদ্য এক সাক্ষাকারে জানিয়েছেন, “রোহিত সিনিয়র ক্রিকেটারদের বদলে সরফরাজ বা জয়সওয়ালের বা আমার মতো তরুণ ক্রিকেটারদের বেশি সময় দেন৷ বারবার খোঁজ খবর নিতে থাকে৷ কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না সেই ব্যাপারেও জিজ্ঞাসা করেন বারবার৷ এরম নয় যে সবসময় সিরিয়াস আলোচনাই হয়, রোহিত মজাও করে আমাদের সঙ্গে৷”
ক্যাপ্টেন রোহিত শর্মা কেমন? জুরেলের কথায়, যে কোনও অধিনায়কই দেশের জার্সিতে নামলে সতীর্থদের থেকে একটাই জিনিস চান৷ একশো শতাংশ দায়বদ্ধতা৷ ভারতের তরুন উইকেটকিপার মনে করেন, এই ব্যাপারটায় অন্যায়ের কিছু নেই৷ কারণ, সব ক্যাপ্টেনই সতীর্থদের থেকে সেরাটা বের করে আনতে চান৷
advertisement
জুরেল বলছিলেন, “আমাদের দেশে প্রতিভাবান ক্রিকেটারের সংখ্যা কম নেই৷ তবে দেশের হয়ে সবাই খেলার সুযোগ পায় না৷ রোহিত ভাই সেটাই আমাদের বোঝানোর চেষ্টা করেন৷ মাঠে কোনও পরিস্থিতিতেই হালকা থাকা যাবে না৷ সবসময় সতর্ক এবং ডেডিকেটেড থাকতে হবে৷ কারন, ও নিজেও সেরাটাই মাঠে দেয়৷ তবে একটা কথা ঠিক, সারাদিন যাই হোক না কেন, দিনের শেষে ক্যাপ্টেন রোহিতকে পাওয়া যাবে না৷ সে তখন আমাদের কাছে বড় ভাই-এর মতো আচরণ করে৷”
advertisement
ঋষভ পন্থ ফিরে আসায় বাংলাদেশের বিরুদ্ধে জুরেলের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম৷ তবে পন্থ যখন চোটে ভুগছিলেন, সেই সময় জুরেলের পারফরম্য়ান্স মনে রাখার মতো ছিল৷ তাই বাংলাদেশের বিরুদ্ধে শেষমেশ কার কপাল খোলে সেটাই এখন দেখার৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Dhruv Jurel on Rohit Sharma: ক্যাপ্টেন রোহিত কেমন? ভারতের তরুণ উইকেটকিপার বললেন...
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement