Dhoni: ধোনিকে বিশেষ সংবর্ধনা মুম্বইতে! বিশ্বকাপ জয়ের ভিকট্রি স্ট্যান্ড হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মুম্বই: ২৮ বছরের ব্যবধানে ২০১১ সালের ২ এপ্রিল যখন একদিনের বিশ্বকাপ জিতেছিল ভারত, তখন আনন্দে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। কাশ্মীর থেকে কন্যাকুমারী সেদিন গেয়েছিল জনগণমন। প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে ভারত যে চ্যাম্পিয়ন হতে চলেছে সেটা বোঝা গিয়েছিল কয়েক ওভার আগে থাকতেই। নুয়ান কুলুশেখারার বলে মিড অনের ওপর দিয়ে মহেন্দ্র সিং ধোনির সেই ছক্কা এমন ভারতবাসী খুঁজে পাওয়া যাবে না যার মনে নেই।
এই মুহূর্তে আইপিএল চলছে দেশে। শনিবার মুম্বইয়ের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। ভারতীয় ক্রিকেট লিগে যে লড়াইকে এল ক্লাসিকো বলা হয়ে থাকে। সেই ম্যাচের আগে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করল। মহেন্দ্র সিং ধোনির হাতে একটি বিশেষ স্মারক তুলে দিয়েছে তারা। এদিন ধোনিকে এমসিএ কর্তারা ঠিক সেই জায়গায় নিয়ে যান যেখানে তার সেই ছক্কা উড়ে এসে পড়েছিল।
advertisement
সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পর্যবেক্ষণ করতে দেখা যায় চেন্নাই সুপার কিংস অধিনায়ককে। পরে ধোনি জানিয়েছেন তিনি খুশি এই সম্মান পেয়ে। ১২ বছর কেটে গেলেও বিশ্বকাপ জয়ের রাত আজ পর্যন্ত ভোলা সম্ভব হয়নি। বিশেষ করে ফাইনালে একটা কঠিন পরিস্থিতির মধ্যে নেমে ৯১ রানের ইনিংস খেলেছিলেন মাহি। মুরলীথরণকে সামাল দেবেন বলে যুবরাজকে বসিয়ে তিনি নিজে ব্যাট করতে যান।
advertisement
advertisement
Mumbai| 2011 World Cup victory memorial will be built at the site where Dhoni's winning six had landed in Wankhede stadium. 5 chairs of MCA (Mumbai Cricket Association) pavilion stand will be removed for this(seat number J282 -J286). Today, MS Dhoni will be felicitated at the… pic.twitter.com/5VylzzFoPA
— ANI (@ANI) April 7, 2023
advertisement
অসাধারণ ব্যাট করেছিলেন গৌতম গম্ভীর। তারপরেই ওই জায়গা ছেড়ে আবার নিজের দলের মধ্যে মিশে যান মাহি। অনুশীলনে ডুবিয়ে দেন নিজেকে। প্রথম ম্যাচে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে জিতে কামব্যাক করেছে চেন্নাই। মুম্বই আরসিবির বিপক্ষে হেরে গেলেও রোহিত শর্মার দল ঘরের মাঠে চাকা ঘোরাতে মরিয়া থাকবে সেটা বিলক্ষণ জানেন ধোনি। তাই মাঠে নিজের ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা গেল তাকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2023 9:56 PM IST