MS Dhoni Farm House: ধোনির ফার্ম হাউসে ফলল 'দেশী' ফসল, বিশেষ জাতের গম দেখতে ভিড়

Last Updated:

Ms Dhoni Farm House: ধোনির ফার্ম হাউসে ফলল বিশেষ জাতের গম। দেখতে ভিড় করছেন চাষীরা।

রাঁচি: টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) স্টারডম যেন দিনে দিনে আকাশ ছোঁয়া হচ্ছে। মাহি যাই করুন না কেন, লাইমলাইটে আসতে তাঁর সময় লাগে না।
গত কয়েক বছর ধরে রাঁচির সাম্বোতে অবস্থিত ধোনির ফার্ম হাউসও (Dhoni Farmhouse) আলোচনায় রয়েছে। কখনও দীর্ঘ পরিসরে সবজি চাষ করেছেন মাহি, আবার কখনও স্ট্রবেরি উৎপাদন করে খবরের শিরোনামে থেকেছেন। তবে এখন আবার নতুন ফসল ফলিয়ে আলোচনায় মাহির ইজা ফার্ম হাউস।
আরও পড়ুন- আইপিএলের একাধিপত্য ঘোচাব! নতুন মোড়কে পিএসএল চান রামিজ রাজা
আসলে ধোনি তার ফার্ম হাউসে প্রায় এক একর জমিতে একটি উন্নত গমের বীজ রোপণ করেছিলেন। সেই গম নিয়েই যত আলোচনা। ধোনি নিজেই নিজের খাবারের জন্য এই গমের ফসল লাগিয়েছেন। এখন এমন পরিস্থিতিতে মাহির ভক্তরা জানতে আগ্রহী যে ধোনি তাঁর খামার বাড়িতে কোন জাতের গম লাগিয়েছেন! আসলে এই জাতের নাম CRD 1 গম।
advertisement
advertisement
জেনে নিন সিআরডি গমের বিশেষত্ব-
এই জাতের গমে জিঙ্কের পরিমাণ ৪২ পিপিএম। অন্যান্য প্রজাতির গমে জিঙ্কের পরিমাণ ৩২ পিপিএম।
এই গমের কাণ্ড শক্তিশালী। ফলে প্রাকৃতিক দুর্যোগে গাছের ঝরে পড়ার সম্ভাবনা কম থাকে।
এই গাছে দানার সংখ্যা অন্যান্য জাতের তুলনায় দেড় থেকে দ্বিগুণ বেশি।
এই গমের দানা বড়। এক হাজার দানার ওজন ৫৬ গ্রাম। যেখানে অন্যান্য জাতের ক্ষেত্রে একই সংখ্যার ওজন ৪৬ গ্রাম।
advertisement
এই জাতের গম এক একরে বপনের জন্য ৫৫ কেজি বীজের প্রয়োজন হয়।
২০ নভেম্বর বপন করা হয়েছিল এই বীজ। দেরিতে বপনের কারণে ফলন কমে গিয়েছে।
এই গমের জন্য আলাদা সেচের প্রয়োজন হয়। এক্ষেত্রে সেচ 20 দিনের ব্যবধানে করা উচিত।
আরও পড়ুন- লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, শ্রীলঙ্কা বধের পর যা যা বললেন রোহিত
গত বছর ধোনি তাঁর ফার্ম হাউসে কালা জিরা চাওয়াল নামে এক ধরণের ধান রোপণ করেছিলেন। সেই চাল এতটাই বিখ্যাত হয়েছিল যে লোকজন সেই জাতের ধানকে ধোনি জিরা ধান নামেই চিনতে শুরু করেছিল। ধোনি এবার এই বিশেষ ধরনের গম চাষ করায় তা অন্য কৃষকদেরওও অনুপ্রেরণা দেবে। ধোনির খামার বাড়িতে আশেপাশের কৃষকদের উন্নত ও আধুনিক চাষাবাদ সম্পর্কে সচেতন করা হয়। এমন পরিস্থিতিতে ধোনির ফার্ম হাউসে ফলানো এই বিশেষ জাতের গম অন্য চাষীদের ক্ষেতেও দেখা যেতে পারে।
বাংলা খবর/ খবর/খেলা/
MS Dhoni Farm House: ধোনির ফার্ম হাউসে ফলল 'দেশী' ফসল, বিশেষ জাতের গম দেখতে ভিড়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement