MS Dhoni: ভিআইপি বক্সে 'ভাইয়া-ভাবি', রাঁচির স্টেডিয়াম মাতল ধোনি-ধোনি রবে
- Published by:Sudip Paul
Last Updated:
রাঁচিতে ম্যাচের আগের দিন ভারতীয় দলের ড্রেসিং রুমে হঠাৎ সারপ্রাইজ ভিজিট করেছিলেন এমএস ধোনি। ভারতীয় দলের সঙ্গে আড্ডা দেওয়ার পাশাপাশি তরুণ ক্রিকেটারদের টিপসও দেন মাহি। আর রাঁচিতে ম্যাচের দিন একা নন, সস্ত্রীক খেলা দেখতে গেলেন এমএসডি।
রাঁচি: রাঁচিতে ম্যাচের আগের দিন ভারতীয় দলের ড্রেসিং রুমে হঠাৎ সারপ্রাইজ ভিজিট করেছিলেন এমএস ধোনি। ভারতীয় দলের সঙ্গে আড্ডা দেওয়ার পাশাপাশি তরুণ ক্রিকেটারদের টিপসও দেন মাহি। আর রাঁচিতে ম্যাচের দিন একা নন, সস্ত্রীক খেলা দেখতে গেলেন এমএসডি। মাঠে ভিআইপি বক্সে বসে খেলা দেখলেন এমএস ধোনি ও সাক্ষী ধোনি। প্রাক্তন ভারত অধিনায়ক তথা ঘরের ছেলের দেখা পেতেই উচ্ছাসে মাতলেন রাঁচির দর্শকরা।
advertisement
advertisement
ম্যাচ দেখতে মাঠে আসবেন কিনা ধোনি তা নিয়ে কৌতুহল ছিল ক্রিকেট প্রেমিদের মধ্যে। ভিআইপি বক্সে আছেন কিনা তা জানার চেষ্টা করেন ফ্যানেরা। ঘরের সমর্থকদের বেশি অপেক্ষাও করাননি মাহি। জাতীয় সঙ্গীতের সময়েই ক্যামেরা তাক করে ভিভিআইপি বক্সের দিকে। দেখা যায়, স্ত্রী সাক্ষীর পিছনে দাঁড়িয়ে রয়েছেন ধোনি। তাঁকে জায়ান্ট স্ক্রিনে দেখামাত্রই উত্তাল গ্যালারি। রাঁচির মাঠে তখন ধোনি ধোনি গর্জন। খেলার মাঝে যখনই ধোনি ও সাক্ষীর দিকে ক্যামেরা গিয়েছে তখনই উঠেছে ধোনি ধোনি রব। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে।
advertisement
প্রসঙ্গত, রাঁচিতে ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন ডায়ার্ল মিচেল। এছাড়া ৫২ রান করেন ডেভন কনওয়ে, ৩৫ রান করেন ফিন অ্যালেন। রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ওয়াশিংটন সুন্দরের ৫০ ও সূর্যকুমার যাদবের ৪৭ রানের ইনিংস ছাড়া সেভাবে কেউই লড়াই দিতে পারেনি। ২০ ওভারে ৯ উইকেটে হারিয়ে ১৫৫ রান করে ভারত। ২১ রানে জয় পায় কিউইরা। ৩ ম্যাচের সিরিজে ১-০ লিড নিল নিউজিল্যান্ড।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2023 11:11 PM IST