Gautam Gambhir Death Threat: প্রাণনাশের হুমকি ইমেল পেলেন গম্ভীর, দিল আইএসআইএস কাশ্মীর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) গৌতম গম্ভীর (Gautam Gambir) জীবন নাশের হুমকি (Death Threat) পেলেন৷
#নয়াদিল্লি: পূর্ব দিল্লির বিজেপি সাংসদ ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer) গৌতম গম্ভীর (Gautam Gambir) জীবন নাশের হুমকি (Death Threat) পেলেন৷ প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে (Indian Cricketer) আইএসআইএস কাশ্মীরের (ISIS Kashmir) তাঁকে প্রাণে মারার হুমকি দিল৷ গৌতম গম্ভীর (Gautam Gambir) দিল্লি পুলিশের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন৷ তিনি অভিযোগ করেছেন তাঁকে আইএসআইএস কাশ্মীর প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে৷ ডিসিপি সেন্ট্রাল শ্বেতা চৌহান জানিয়েছেন এই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে৷ সাংসদ গৌতম গম্ভীরের বাড়ির বাইরের সুরক্ষা বলয় বাড়ানো হয়েছে৷
গৌতম গম্ভীরকে (Gautam Gambir) প্রাণে মেরে ফেলার হুমকি (Death Threat) পেয়েছেন৷ ইমেল করে তাঁকে হুমকি দেওয়া হয়েছে৷ এই মেলের পরে দিল্লি পুলিশ গৌতম গম্ভীরের বাড়ির বাইরে সুরক্ষা আরও কঠিন করে দিয়েছে৷ ডিএসপি সেন্ট্রাল শ্বেতা চৌহান বলেছেন, ‘আইএসআইএস কাশ্মীর’ থেকে পেয়েছে৷ তিনি জানিয়েছেন এই মামলার তদন্ত চলছে৷ চৌহান জানিয়েছে গম্ভীর দিল্লি পুলিশকে এই বিষয়ে তথ্য দিয়েছেন৷
advertisement

advertisement
গৌতম গম্ভীর ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট থেকে পূর্ব দিল্লি সংসদীয় ক্ষেত্র থেকে ভোটে জিতেছিলেন৷ গম্ভীর বিভিন্ন বিষয়েই সোজা সাপ্টা নিজের রায় রাখেন৷ তিনি বিভিন্ন বিষয়ের পাশাপাশি আতঙ্কবাদ নিয়েও কথা বলেন৷ গম্ভীর ২০১১ -র বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricketer) সদস্য৷
advertisement
আরও পড়ুন - Viral Video: Aloo Posto-র পর এবার লাল শাক-কলমি শাকের রেসিপি, খোলামেলা ব্লাউজে নতুন সুন্দরীরা
আরও পড়ুন- Lifestyle Tips: রুখে দিন Winter রুক্ষতা, Glowig Skin আনতে ডায়েটে রাখুন এই পাঁচটি সুপারফুড
গম্ভীরের বিপক্ষের নেতাদের সঙ্গেও বিভিন্ন সময়ে কথার তরজায় মাতেন৷ সম্প্রতি নভজোত সিং সিধুর সঙ্গেও তিনি বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন৷ সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিজের বড় ভাই বলেন৷ তাই গৌতম গম্ভীর তাঁকে বলেছিলেন নিজের সন্তানদের সীমার ওপারে পাঠিয়ে দিয়ে যেন এই কথা বলেন৷ তিনি বলেন ভারত স্বাধীনতার ৭০ বছরেও পাকিস্তানের প্রযোজিত আতঙ্কবাদের শিকার৷ এবং তার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে৷ সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিজের বড় ভাই বলা লজ্জার৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 24, 2021 2:34 PM IST