১১ বছর ধরে গোপনে প্রেম করছিলেন বোনের সঙ্গে MotoGP রেসারে ঘুণাক্ষরেও টের পাননি কেউ । অবশেষে সেই সৎ বোনের সঙ্গেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন MotoGP রেসার (MotoGP racer) মিগুয়েল অলিভিয়েরা (Miguel Oliveira) । বিয়ে করলেন অন্তঃসত্ত্বা বোন আন্দ্রেয়া পিমেন্টা (Andreia Pimenta)-কে। ২৬ বছরের মিগুয়েল সম্প্রতি প্রকাশ্যে এনেছেন তাঁদের এই বিয়ের কথা । শুধু তাই নয়, তাঁরা তাঁদের প্রথম সন্তানকে খুব শীঘ্রই পৃথিবীতে আনতে চলেছেন ।
View this post on Instagram
অলিভিয়েরা জানিয়েছিলেন, তিনি তাঁর বাবা দ্বিতীয় স্ত্রী-র মেয়েকে দেখে প্রেমে পড়ে গিয়েছিলেন। এবং দু'জনের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। কিন্তু ভাই-বোনের এই প্রেম তাঁরা ১১ বছর গোপনে রেখেছিলেন । কেউ কিছুই জানতে পারেননি । গত বছর বাগদান পর্বও সেরে ফেলেছিলেন । কিন্তু মোটো জিপি’র কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কারণে তখন বিয়ে করেননি । এরইমধ্যে সন্তানসম্ভবা হয়ে পড়েন আন্দ্রেয়া । শেষে গত জুলাইয়ে বিয়ে করেন তাঁরা ।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি কিছু ছবি শেয়ার করেছেন অলিভিয়েরা । সেখানেই আল্ট্রাসাউন্ড রিপোর্টের ছবি শেয়ার করেন তিনি । আন্দ্রেয়ার সঙ্গে একটি ছবি শেয়ার করেন, সেখানে বেবি বাম্প স্পষ্ট দেখা যায় । উচ্ছ্বসিত অলিভিযেরা লেখেন, ‘‘আমরা দু'জনেই খুব খুশি। আমাদের জীবনে নতুন সদস্যের আগমনের জন্য আর অপেক্ষা করতে পারছি না।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।