#কলকাতা: দু’ম্যাচে চার পয়েন্ট। আই লিগে ইস্টবেঙ্গল। বুধবার গোয়ার মাঠে প্রতিপক্ষ চার্চিল। যারা কলকাতায় এসে বাগানকে প্রায় রুখে দিয়েছিল। এই ম্যাচে মাঠে নামার আগে ইস্টবেঙ্গল কোচের চিন্তা অন্য। জানুয়ারি মাসে গোয়ার যা আবহাওয়া, সেটাই বেশি ভাবাচ্ছে ট্রেভর জেমস মর্গ্যানকে।
তিলক ময়দানে ম্যাচ বিকেল বেলায়। আর এই গরমে ম্যাচে কী হবে, তা নিয়ে উদ্বিগ্ন ব্রিটিশ কোচ। এইটুকু বাদ দিলে চার্চিল ম্যাচে সম্ভবত খেলতে পারেন রাওলিন এবং রোমিও। দুই গোয়ানকে এই ম্যাচে কাজে লাগাতে চান মর্গ্যান। চতুর্থ বিদেশি হিসেবে মাঠে নামতে পারেন আমিরভ। তবে, মঙ্গলবার ফের অনুশীলনের পর চূড়ান্ত সিদ্ধান্ত। তবে এই ম্যাচ হতে পারে প্লাজা বনাম অ্যান্টনির। ত্রিনিদাদের দুই ফুটবলারের দিকে তাকিয়ে থাকবে বাংলা-গোয়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Churchill Brothers, East Bengal, Goa, Heat, I-League, Trevor James Morgan, ইস্টবেঙ্গল