FIFA World Cup 2022: সঙ্গে ছিল ৫০-এর বেশি ব্র্যান্ড, ভারতে দুর্দান্ত বিশ্বকাপ সম্প্রচার ভায়াকম18 স্পোর্টসের
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
রেকর্ড সংখ্যায় মানুষ এ বছর স্পোর্টস১৮, এমটিভি এইচডি এবং জিও সিনেমা অ্যাপে বিশ্বকাপের খেলা দেখেছেন ৷ আজ, ফাইনাল ম্যাচও টিভিতে এবং অনলাইনে দেখার জন্য তৈরি ভারতীয়রা ৷
দোহা: গত ২০ নভেম্বর থেকে শুরু হয়েছিল টুর্নামেন্ট ৷ আজ, ১৮ ডিসেম্বর ফাইনাল ৷ অর্থাৎ এক মাসের কিছুটা কম সময়ে শেষ হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ ৷ অসাধারণ একটা টুর্নামেন্টের সাক্ষী থাকল গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা ৷ এ বছর ভারতে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টিংয়ের দায়িত্বে ছিল ভায়াকম১৮ সংস্থা ৷ রেকর্ড সংখ্যায় মানুষ এ বছর স্পোর্টস১৮, এমটিভি এইচডি এবং জিও সিনেমা অ্যাপে বিশ্বকাপের খেলা দেখেছেন ৷ আজ, ফাইনাল ম্যাচও টিভিতে এবং অনলাইনে দেখার জন্য তৈরি ভারতীয়রা ৷
আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে রয়েছে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান। এক মাসের ফুটবল যজ্ঞ শেষ হবে আনুষ্ঠানিক ভাবে। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপ্তি অনুষ্ঠানেও ফুটবলপ্রেমীদের চমকে দিতে প্রস্তুত কাতার বিশ্বকাপের আয়োজকরা। এ বারের বিশ্বকাপে ভায়াকম১৮ স্পোর্টসের সঙ্গে জুড়েছে ৫০-এর বেশি-কমার্স, ব্যাঙ্কিং, ফাইন্যান্সিয়াল সার্ভিস, অটোমোবাইল, ফ্যাশন, হসপিটালিটি এবং ফিনটেক সংস্থার ব্র্যান্ড ৷ যা এককথায় দুর্দান্ত ৷ ভারতীয় দর্শকদের কাছে দারুণ একটা টুর্নামেন্ট সাফল্যের সঙ্গে সম্প্রচার করতে সফল ভায়াকম১৮ স্পোর্টস ৷
advertisement
The changing room for 🇦🇷 vs 🇫🇷 looks 😍 Gold-standard Lusail Stadium ready to welcome those vying to lift the #FIFAWorldCup gold 🏆 pic.twitter.com/eABPdqhSaX
— FIFA World Cup (@FIFAWorldCup) December 18, 2022
advertisement
সমাপ্তি অনুষ্ঠানের জন্য শনিবার থেকে সাজানো হয়েছে লুসাইল স্টেডিয়াম। বিশ্বকাপ ফাইনালের ঠিক দেড় ঘণ্টা বা ৯০ মিনিট আগে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৭টায় শুরু হবে বিশ্বকাপের ক্লোজিং সেরেমনি অনুষ্ঠান ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2022 4:34 PM IST