ফেড কাপে ফোকাস, লিগে রানার্সের লক্ষ্যে মোহনবাগান
Last Updated:
আইএসএলের দলবদল শুরু। আর সে কারণেই ফেড কাপে নজর কাড়তে তৈরি সবুজ মেরুন ফুটবলাররা। ফেডারেশন কাপে সহজ প্রতিপক্ষের লক্ষ্যে আই লিগের চ্যাম্পিয়ন দলকে হারাতে তৈরি মোহনবাগান।
#কলকাতা: আই লিগ হাতছাড়া। তাতেও কাজ শেষ হয়নি বাগান কোচ সঞ্জয় সেনের। ফেডারেশন কাপে সুবিধাজনক জায়গায় থাকতেই চ্যাম্পিয়ন দলকে হারিয়ে রার্নাস তকমা পেতে চায় মোহনবাগান। আট দলের ফেড কাপের গ্রুপে রার্নাস দলের সঙ্গে ম্যাচ হবে আই লিগের সপ্তম স্থানাধিকারীর। ফলে, সেমিফাইনালে ওঠার রাস্তাটা সহজ করাই লক্ষ্য।
২৩ এপ্রিল লিগের শেষ ম্যাচ। ফেড কাপের আগে মাজিয়ার বিরুদ্ধে এএফসি কাপের গ্রুপের ম্যাচও রয়েছে বাগানের। বাগানের হাইতিয়ান তারকা সনি নর্ডির লক্ষ্য আপাতত এএফসির গ্রুপশীর্ষস্থান ধরে রাখা। চোট সারিয়ে অনুশীলনেও নেমে পড়েছেন। বলবন্ত অবশ্য বাড়ি ফিরে গেছেন। জাতীয় দলের চিকিৎসককে দেখিয়েই চোটমুক্ত হয়ে ফিরতে চান বাগানে। আই লিগ হাতছাড়া হওয়ার পর ফেড কাপই পাখির চোখ বাগানের।
advertisement
advertisement
ফুটবলাররাও তৈরি নিজেদের সেরা পারফরম্যান্সটুকু ফেড কাপের ম্যাচেই উজাড় করে দিতে। তাতে অবশ্য লাভ দু’ভাবে। গতবার আই লিগের পর এবার ফেড কাপ যেমন বাগানে ঢোকানো যাবে, তেমনই আইএসএল থ্রি-র জন্য নজরও কাড়তে পারবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 19, 2016 8:11 PM IST