আবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান! ভারতীয় ফুটবলে লেখা হল নতুন ইতিহাস

Last Updated:

Mohunbagan ISL Champion- রবিবার মোহনবাগান আবার ভারতীয় ফুটবলে নতুন ইতিহাস লিখল। যুবভারতীর ষাট হাজার মোহনবাগান সমর্থকের সামনে এদিন ১১জন মোহনবাগান ফুটবলার আবার চ্যাম্পিয়ন তকমা হাসিল করল।

News18
News18
কলকাতা: মনবীরের বাড়ানো বলে আড়াআড়ি শট দিমি পেত্রাতোসের। গোল। আর পাঁচটা ম্যাচের মতো এ গোল সাধারণ গোল নয়। এই গোলে আপামোর মোহনবাগান সমর্থকের স্বপ্নপূরণ।
রবিবার মোহনবাগান আবার ভারতীয় ফুটবলে নতুন ইতিহাস লিখল। যুবভারতীর ষাট হাজার মোহনবাগান সমর্থকের সামনে এদিন ১১জন মোহনবাগান ফুটবলার আবার চ্যাম্পিয়ন তকমা হাসিল করল। এদিন পেত্রাতোসের গোলে ওড়িশা এফসিকে হারিয়ে পরপর দুবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান।
আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে বিরাট রেকর্ড গড়লেন কোহলি! পেছনে ফেললেন সচিন-দ্রাবিড়-আজহারদের
ওড়িশার বিরুদ্ধে এদিন খেলার একদম শেষে অতিরিক্ত মুহূর্তে গোল করে দলকে জেতান পেত্রাতোস। আইএসএলের লিগ টেবিলের সর্বোচ্চ পয়েন্ট প্রাপক দলকে দেওয়া হয় ওই ট্রফি। এই জয়ের ফলে দুই ম্যাচ বাকি থাকতেই শিল্ড ঘরে তুলল মোহনবাগান। ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে ধরা ছোঁয়ার বাইরে মোহনবাগান।
advertisement
advertisement
লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা গোয়া একুশ ম্যাচ খেলে ৪২ পয়েন্টে রয়েছে। অর্থাৎ বাকি তিন ম্যাচ গোয়া জিতলেও মোহনবাগানের পয়েন্ট ছুঁতে পারবেনা।
রবিবারের যুবভারতীতে ওড়িশা এফসিকে হারাতে পারলেই পর পর দুবার দেশের এক নম্বর লিগ জয়ের বিরল কৃতিত্ব অর্জন করে ফেলতে পারত মোহনবাগান। বাগান সমর্থকরা সেই আশায় বুক বেঁধেছিলেন। মোহনবাগানকে বরাবরই সহজ জয় পেতে দেয়নি ওড়িশা। এদিনও তাই হল।
advertisement
আরও পড়ুন- ভারতের সামনে দুরমুশ হলেও, প্রচুর সম্পত্তির মালিক পাক ক্রিকেটাররা! পরিমাণ শুনলে চমকে যাবেন!
২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে আপাত সব দলের ধরাছোঁয়ার বাইরে মোহনবাগান। একইসঙ্গে আগামী মরশুমে ফের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র জন্য যোগ্যতা অর্জন করে ফেলল মোহনবাগান।
বাংলা খবর/ খবর/খেলা/
আবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান! ভারতীয় ফুটবলে লেখা হল নতুন ইতিহাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement