Mohun Bagan: মোহনবাগানের মিশন মুম্বই! ডুরান্ড সেমিতে উঠতে চাকা ঘোরাতে মরিয়া কামিংসরা
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
পরিসংখ্যানের নিরিখে সবুজ-মেরুন ব্রিগেডের বিরুদ্ধে অবশ্যই এগিয়ে বাণিজ্যনগরীর দলটি
কলকাতা: মুম্বই সিটি এফসির বিপক্ষে প্রথম ১১ কি হতে চলেছে তা নিয়ে বিন্দুমাত্র আলোকপাত করলেন না কোচ হুয়ান ফেরান্দো। রবিবার ডুরান্ড কাপ সেমি-ফাইনালের মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে নামার ২৪ ঘণ্টা আগেও তাঁর ধোঁয়াশা অব্যাহত। পরিসংখ্যানের নিরিখে সবুজ-মেরুন ব্রিগেডের বিরুদ্ধে অবশ্যই এগিয়ে বাণিজ্যনগরীর দলটি।
গত চার বছরে সাতবারের সাক্ষাতে পাঁচবার হেরে মাঠ ছেড়েছে মোহনবাগান। বাকি দু’টি ম্যাচ ড্র। তবে পালের হাওয়া উল্টোদিকে বইয়ে প্রতিযোগিতার শেষ চারে ওঠাই এখন লক্ষ্য জেসন কামিংস-দিমিত্রি পেত্রাতোসদের। রবিবাসরীয় সন্ধ্যায় জয়ের কড়ি তুলে নেওয়ার জন্য আক্রমণাত্মক ফুটবলেই ভরসা তাঁদের। গত দু’দিন অনুশীলনে ঘুরিয়ে ফিরিয়ে একাধিক ফর্মেশন পরখ করেছেন বাগানের স্প্যানিশ কোচ।
advertisement
আক্রমণাত্মক ফুটবলকে হাতিয়ার করলেও রক্ষণ জমাট রাখার উপরও বাড়তি নজর দিলেন তিনি। গত ম্যাচে খেলা ডিফেন্স লাইন অপরিবর্তিত রেখেই শনিবার শেষ মহড়া সারলেন ফেরান্দো। একইসঙ্গে উইং থেকে আক্রমণ তুলে আনার ক্ষেত্রেও জোর দিলেন। তবে অতি-আক্রমণাত্মক হলে পাল্টা বিপদের সম্ভাবনা প্রবল।
advertisement
Get an inside view of our matchday minus one preparations ahead of our Durand Cup quarter-final clash vs Mumbai City FC!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/S35VjUxOuP
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 27, 2023
advertisement
তাই দুই উইং-ব্যাক আশিস ও শুভাশিসকে খুব বেশি ওভারল্যাপে উঠতে দেখা গেল না। বরং ৪-৪-১-১ ফর্মেশনে কামিংস ও বোমাসের মধ্যে বোঝাপড়া আরও একবার ঝালিয়ে নিলেন কোচ ফেরান্দো। দিমিত্রির চোখের সংক্রমণ এখনও পুরোপুরি সারেনি। তা সত্ত্বেও পুরোদমে অনুশীলন করলেন এই অজি তারকা। রবিবার সম্ভবত তাঁকে বেঞ্চে রেখেই দল সাজাবেন স্প্যানিশ কোচ।
advertisement
তবে গত ম্যাচে স্কোরশিটে নাম তোলা আর্মান্দো সাদিকুকে শুরু থেকে খেলানো হবে কিনা, সেই সিদ্ধান্ত খেলার আগেই নেবেন ফেরান্দো। মুম্বইয়ের শক্তিশালী আক্রমণভাগের কথা মাথায় রেখে জোড়া ব্লকারেও দল সাজাতে পারেন তিনি। মুম্বই কোচ ডেস বাকিংহ্যাম অবশ্য অতীতের ফলকে গুরুত্ব দিতে নারাজ। বরং কামিংস-সাহালদের উপস্থিতিতে এই বদলে যাওয়া মোহন বাগানকে অনেক বেশি সমীহ করছেন তিনি।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 27, 2023 12:26 PM IST