Mohun Bagan SG vs Abahani Limited Dhaka: বিক্রি হয়ে গেছে ঢাকা দলের বরাদ্দ ১২ হাজার টিকিট, মাঠে কার সমর্থণে গলা ফাটাবেন লাল-হলুদ সমর্থকরা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বিশাল কাইথ (গোলকিপার), ব্র্যান্ডন হ্যামিল, আনোয়ার আলি, শুভাশিস বসু (অধিনায়ক), আশিস রাই, গ্ল্যান মার্টিন্স, অনিরুধ থাপা, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো, হুগো বুমোস, জেসন কামিংস
কলকাতা: মোহনবাগান বনাম ঢাকা আবহনী লড়াই আজ সন্ধ্যায়৷ এএফসিকাপে উপস্থিতির হ্যাটট্রিক বজায় রাখতে মোহনবাগান জয়ের লক্ষ্যে ঝাঁপাবে যুবভারতী ক্রীড়াঙ্গনে৷ এদিকে এদিনের ম্যাচে সল্টলেক স্টেডিয়ামে মাঠ ভরাবেন লাল-হলুদ সমর্থকরা৷ মোহনবাগান বনাম ঢাকা আবহনী ম্যাচে ইস্টবেঙ্গল সমর্থকরা গলা ফাটাবেন আবাহনীর সমর্থনে৷
সূত্রের খবর ঢাকা আবাহনীর জন্য বরাদ্দ ১২ হাজার টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে৷ যা কিনে নিয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা৷ এএফসি কাপে এর আগের রাউন্ডে মহিন্দ্রা এফসিকে পরাজিত করার পর, মঙ্গলবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ২০২৩ এএফসি কাপ দক্ষিণ অঞ্চলের প্লে অফের লড়াইয়ে মোহনবাগান সুপার জায়ান্ট৷ এদিন আবাহনী লিমিটেড ঢাকার বিরুদ্ধে ম্যাচটি খেলবে সবুজ-মেরুণ৷
advertisement
advertisement
গ্রুপ পর্বের বিজয়ী দ্বিতীয় স্তরের মহাদেশীয় প্রতিযোগিতার গ্রুপ পর্বে একটি টিকিট নিশ্চিত করবে। তাই মেরিনার্সরা তাঁদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে৷
AFC Cup South Zone Playoff prep! 💪🏆#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/iGDWJ0p4gp
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 21, 2023
advertisement
তবে মোহনবাগানের সাম্প্রতিক পারফরম্যান্স সেরকম ভালভাবে ছিল না। তারা টানা দুই জয় দিয়ে ডুরান্ড কাপ শুরু করলেও, তারা চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা ডার্বিতে ০-১ গোলে হেরে যায়।
advertisement
তবে মোহনবাগান এএফসিতে মাহিন্দ্রা এফসিকে ৩-১ গোলে হারিয়েছে। আনোয়ার আলি এবং জেসন কামিংসের গোলের কামালে নেপালের দলকে খাবি খাইয়ে ম্যাচ জিতে যায়৷
দুই দলের এর আগে মুখোমুখি হয়েছিল গত বছর কোয়ালিফায়ারে৷ তখন এটিকে মোহনবাগান নামে খেলত মোহনবাগান। তবে এবার মোহনবাগান সুপার জায়ন্টস নামে খেলবে ঢাকা আবাহনীর সঙ্গে দেখা হয়েছিল ৷ ঢাকা আবাহনী দলটি এএফসিতে খেলা বাংলাদেশের সফলতম দল৷ পাশাপাশি রীতিমতো কঠিন প্রতিপক্ষ৷
advertisement
দেখে নিন কেমন হতে পারে মোহনবাগান সুপার জায়ন্টসের সম্ভাব্য একাদশ
বিশাল কাইথ (গোলকিপার), ব্র্যান্ডন হ্যামিল, আনোয়ার আলি, শুভাশিস বসু (অধিনায়ক), আশিস রাই, গ্ল্যান মার্টিন্স, অনিরুধ থাপা, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো, হুগো বুমোস, জেসন কামিংস
আবাহনী লিমিটেড ঢাকা-র সম্ভাব্য একাদশ
মাহফুজ হাসান (গোলরক্ষক), রহমত মিয়া, রিদয়, এজিকেল, মুজাফারাজন, ফয়সল, আহমেদ শাহিম, ওজোকু, চুকুদিবুদে, মাসুর রাণা, কর্নেলিয়াস স্টুয়ার্ট, সোলেইমানি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2023 12:44 PM IST