সুদীপের ব্যাটে ভর করে সিএবি ক্রিকেট লিগের ফাইনালে মোহনবাগান
Last Updated:
বৃহস্পতিবার সেমিফাইনালে কালীঘাটের বিরুদ্ধে ৮ উইকেটে জিতলেন মনোজ-শুভময়রা।
#কলকাতা: সিএবি ক্রিকেট লিগের ফাইনালে মোহনবাগান। বৃহস্পতিবার সেমিফাইনালে কালীঘাটের বিরুদ্ধে ৮ উইকেটে জিতলেন মনোজ-শুভময়রা। অপরাজিত ৯৭ করে দলকে জেতালেন সুদীপ চট্টোপাধ্যায়।
বাঁ-হাতিতে যোগ্য সঙ্গত অরিন্দম ঘোষের। মাত্র দেড় দিনেই শেষ সেমিফাইনালের লড়াই। অন্যদিকে লিগের দ্বিতীয় সেমিফাইনালে উঠল ইস্টবেঙ্গল। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে এদিন টাউনের বিরুদ্ধে রান রেটের বিচারে জিতলেন অর্ণব, অনুষ্টুপরা।
৩৭৩ রান তাড়া করতে নেমে ৭ উইকেেট ৩২২ তোলে ইস্টবেঙ্গল। তারপরই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ৫৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নাইট ওয়াচ ম্যান হিসেবে নামা অরিত্র চট্টোপাধ্যায়। আজিজ আনসারি ৪ উইকেট নেন। কল্যাণীতে ভবানীপুরকে ৯৭ রানে হারিয়ে শেষ চারে শ্যামবাজার। সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না সন্দীপন দাস। প্রদীপ্ত প্রামানিক পেলেন ৩টি উইকেট।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2018 8:55 PM IST