Mohun Bagan: মোহনবাগানের টার্গেটে এবার সাহাল! থাপার পর আরও একটা বিশাল ট্রান্সফার?

Last Updated:

৯৭টি ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে ১০ টি গোল করেছে। অসংখ্য গোল করিয়েছেন। ভারতের জার্সিতে ২৫ ম্যাচ খেলে তিনটি গোল করেছেন

সাহালের ওপর মোহনবাগানের নজর
সাহালের ওপর মোহনবাগানের নজর
কলকাতা: একদিন আগেই ভারতীয় ফুটবলের আপাতত সবচেয়ে বড় ট্রান্সফারটা করে দেখিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। চেন্নাই থেকে বিশাল টাকার বিনিময়ে অনিরুদ্ধ থাপাকে পাঁচ বছরের জন্য নিয়েছে তারা। তিন কোটি ট্রান্সফার ফি এবং তিন কোটি দাম দিয়ে নিজেদের কোমরের জোর দেখিয়েছে মোহনবাগান। কিন্তু এখানেই থেমে থাকতে রাজি নয় সবুজ মেরুন ম্যানেজমেন্ট।
মোহনবাগানের সঞ্জীব গোয়েনকা কথা দিয়েছিলেন এবার গতবারের থেকেও শক্তিশালী দল হবে এশিয়া সেরা হওয়ার টার্গেট মাথায় রেখে। শোনা যাচ্ছে এবার সাহাল আব্দুল সামাদকে টার্গেট করেছে মোহনবাগান। সাহাল এই মুহূর্তে ভারতের মাঝ মাঠের অন্যতম সেরা ফুটবলার। থাপা যেমন ডিফেন্স আর আক্রমণের মাঝখানে ব্যালেন্স বজায় রাখেন, সেখানে সাহাল প্রধান আক্রমণাত্মক মিডফিল্ডার এবং প্রয়োজনে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন।
advertisement
আরও পড়ুন – বিরাটের কাছে কৃতজ্ঞ থাকবেন শেষ দিন পর্যন্ত! হঠাৎ আবেগপ্রবণ হলেন যুবরাজ
তার বল কন্ট্রোল দারুণ। খেলা তৈরি করতে পারেন, বলা যায় মিডফিল্ড মায়েস্ত্র। তবে সাহালকে পাওয়া সহজ নয়। তাকে নেওয়ার ব্যাপারে মোহনবাগানকে লড়তে হবে মুম্বই এবং ওড়িশার সঙ্গে। সাহাল নিজে আসতে চান কিনা সেটাও একটা ব্যাপার। কারণ অনেক ফুটবলার বেশি টাকা এবং কম চাপ এমন ক্লাব খোঁজেন। সেক্ষেত্রে মুম্বই এবং ওড়িশা তার পছন্দ হতেই পারে।
advertisement
advertisement
advertisement
কিন্তু সাহাল নিজে এতদিন খেলেছেন কেরলের মতো সমর্থক পাগল ক্লাবে। সেখানে কলকাতার ক্লাবের সমর্থকদের চাপ নেওয়াটা তার কাছে খুব বড় সমস্যা নাও হতে পারে। গত পাঁচ বছর ধরে খেলছেন কেরলে। ৯৭টি ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে ১০ টি গোল করেছে। অসংখ্য গোল করিয়েছেন। ভারতের জার্সিতে ২৫ ম্যাচ খেলে তিনটি গোল করেছেন।
advertisement
জাতীয় দলে থাপা এবং সাহাল একসঙ্গে পাশাপাশি খেলেন। প্রথমজন মোহনবাগানে এসে গিয়েছেন। থাপার সঙ্গে তার বোঝাপড়া আছে। সেটা যদি মাপকাঠি হয় তাহলে সাহাল মোহনবাগানে আসতেই পারেন। ভাল দাম পেলে কেরল তাকে ছেড়ে দিতেই পারে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan: মোহনবাগানের টার্গেটে এবার সাহাল! থাপার পর আরও একটা বিশাল ট্রান্সফার?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement