Virat Kohli: বিরাটের কাছে কৃতজ্ঞ থাকবেন শেষ দিন পর্যন্ত! হঠাৎ আবেগপ্রবণ হলেন যুবরাজ
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
যুবরাজ জানিয়েছেন বিরাটের বিশ্বাস এবং ভালোবাসা তিনি ভুলতে পারবেন না। জীবনের শেষ দিন পর্যন্ত কৃতজ্ঞ থাকবেন
দিল্লি: সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেটের অধিনায়ক থাকার সময় তার উত্থান। যুবরাজ সিং একসময় ভারতের সাদা বলের ক্রিকেটের সবচেয়ে বড় ব্যাটসম্যান ছিলেন তাতে সন্দেহ নেই। নিজের সেরা ছন্দের যুবরাজকে যারা দেখেছেন তারা জানেন কত বড় ব্যাটসম্যান ছিলেন যুবি। ২০১১ বিশ্বকাপ ক্যান্সার নিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।
তারপর অবশ্য ২০১৩ সালে তিনি বাদ পড়ে যান একদিনের দল থেকে। কাম ব্যাক হয় ২০১৭ সালে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে যুবরাজ জানিয়েছেন বিরাট কোহলি না থাকলে চার বছর পর তিনি ভারতের জার্সিতে ফিরতে পারতেন না। তার সবচেয়ে বড় কারণ নাম না করলেও বোধ হয় মহেন্দ্র সিং ধোনি। কিন্তু বিরাট সব সময় যুবরাজের প্রতি বিশ্বাস রাখতেন এবং বড় দাদার মতো দেখতেন।
advertisement
যুবরাজকে তিনি কথা দেন ফিটনেস টেস্টে পাশ করতে পারলে তার জাতীয় দলে ফেরা কেউ আটকাতে পারবে না। তাই তিন মাস প্রচুর পরিশ্রম করেন যুবরাজ। এবং ফিটনেস টেস্ট উত্তীর্ণ হন। যুবরাজ জানিয়েছেন বিরাটের বিশ্বাস এবং ভালোবাসা তিনি ভুলতে পারবেন না। জীবনের শেষ দিন পর্যন্ত কৃতজ্ঞ থাকবেন। কিন্তু পাশাপাশি ভারতীয় বোর্ডের ওপর রাগ আছে যুবরাজের।
advertisement
advertisement
Yuvraj Singh said, “when I made my comeback in the Indian team, Virat Kohli supported me alot during his captaincy. If Virat didn’t support me, my comeback would never have happened”. (To News18). pic.twitter.com/5yZtV7j4u4
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 24, 2023
advertisement
তিনি মনে করেন তাকে সঠিকভাবে বিদায় জানানো হয়নি। একটা বেনিফিট ম্যাচ পর্যন্ত আয়োজন করা হয়নি। বোর্ডের কাছে এইটুকু সম্মান আশা করেছিলেন তিনি। যুবরাজকে প্রশ্ন করা হয় আসন্ন একদিনের বিশ্বকাপে আবার দেশের মাটিতে খেলবে ভারত যেমনটা হয়েছিল ২০১১ তে। ভারত কি পারবে আবার চ্যাম্পিয়ন হতে নিজেদের দেশে?
যুবরাজ জানিয়েছেন ভারতের সেই কোয়ালিটি আছে। কিন্তু অন্তত একজন অলরাউন্ডার এবং দুজন ব্যাটসম্যানকে টানা পারফর্ম করতে হবে। অনেকটা নির্ভর করবে ফিরে আসার পর বুমরাহ কেমন পারফর্ম করেন। যুবি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভারতকে ঘরের মাঠে খোলা মনে খেলতে হবে। সাহসী ক্রিকেট খেলতে পারলে সব সম্ভব। তিনি বরাবরের মতো আশাবাদী ১২ বছর পর আবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে ভারত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2023 12:50 PM IST