East Bengal vs Mohun Bagan: টিকিটের দামে বৈষম্য! ইস্টবেঙ্গলকে তীব্র আক্রমণ, ডার্বি বয়কট মোহনবাগানের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
East Bengal vs Mohun Bagan: রবিবার আইএসএলের ফিরতি ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহবাগান। ডার্বিতে মাঠে বল গড়ানোর আগেই মাঠের বাইরে টিকিটের দামের বৈষম্যকে ঘিরে জোর লেগে গেল বাংলার দুই বড় ক্লাবের।
কলকাতা: রবিবার আইএসএলের ফিরতি ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ডার্বিতে মাঠে বল গড়ানোর আগেই মাঠের বাইরে টিকিটের দামের বৈষম্যকে ঘিরে জোর লেগে গেল বাংলার দুই বড় ক্লাবের। ১০ মার্চের ডার্বি ইস্টবেঙ্গলের হোম ম্যাচ। কিন্তু মোহনবাগান গ্যালারির টিকিটের দাম ইস্টবেঙ্গল গ্যালারির থেকে কোথায় দ্বিগুন, কোথাও আবার আড়াই গুন। যা নিয়ে বিগত বেশ কয়েক দিন ধরেই চড়ছিল পারদ। এবার টিকিটের দামের বৈষম্যের কারণে সমর্থকদের ডার্বি বয়কটের ডাক দিল মোহনবাগান ক্লাব। ইস্টবেঙ্গলের এমন আচরণের তীব্র নিন্দাও করা হয়েছে মোহনবাগান ক্লাবের তরফে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার মোহনবাগান ক্লাবের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়,?এর আগে ফুটবল ইতিহাসে কখনও এমন ঘটনা ঘটেনি। আয়োজক দলের ফ্যানেদের তুলনায় দ্বিগুন দমে টিকিট কিনতে হচ্ছে অপর দলের সমর্থকদের। এমন কাণ্ড ঘটিয়ে ইস্টবেঙ্গলকে কালিমালিপ্ত করেছে। ডার্বি ইতিহাসে এই ঘটনা লজ্জার। ইস্টবেঙ্গল ক্লাবের এমন আচরণ আমাদের ফ্যানেদের আঘাত করেছে। ফ্যানেরাই আমাদের দলের সব। তাই আমরা কোনও টিকিট কিনব না ও বিক্রিও করব না। আমরা ডার্বি দেখতে যাওয়া বয়কটের ডাক দিলাম।?
advertisement
Press Release.#MohunBagan #Mariners #MBAC #MohunBaganAthleticClub #JoyMohunBagan #PressRelease pic.twitter.com/FioN2Lmnda
— Mohun Bagan (@Mohun_Bagan) March 7, 2024
advertisement
মোহনবাগানের এহেন প্রতিবাদের রেশ গিয়ে পড়েছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবেও। তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল করতে নামে দেবব্রত সরকার। ইনভেস্টরের কোর্টে বল ঠেলা হয় লাল-হলুদের তরফে। তবে ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেবব্রত সরকার। তিনি বলেছেন,?এমনটা হওয়া সঠিক হয়নি। বৈষম্য নিয়ে আমিও ভাবছিলাম। এই বিষয়ে ক্রীড়ামন্ত্রী অরীপ বিশ্বাসের সঙ্গে কথা বলেছি। আমি ক্লাবের তরফ থেকে দুঃখ প্রকাশ করছি। আগামী দিনে যাতে এমনটা না হয়, সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করব।?
advertisement
প্রসঙ্গত, আইএসএলের প্রথম পর্বের ডার্বি ড্র হয়েছিল। তবে দীর্ঘ দিন পর হাড্ডাহাড্ডি লড়াই দেখেছিল ফুটবল প্রেমিরা। আগামী ১০ তারিখের ডার্বি ঘিরেও ফ্যানেদের মধ্যে উন্মাদনা রয়েছে। এবার মোহনবাগান ক্লাবের তরফ থেকে ডার্বির টিকিট বয়কটের ডাক দেওয়ার বাগান ফ্যানেরা মাঠমুখী হয় কিনা সেটাই দেখার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2024 7:50 PM IST