Mohun Bagan: মোহনবাগানের লক্ষ্য এখন এএফসি কাপ, জোর কদমে অনুশীলন শুরু সবুজ মেরুনে
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
কলকাতা: আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর টার্গেট ছিল সুপার কাপ। কিন্তু সেই লক্ষ্য পূর্ণ হয়নি এটিকে মোহনবাগানের। জামশেদপুরের কাছে হেরে খালি হাতে ফিরতে হয়েছে। সুপার কাপের ব্যর্থতা অতীত। আসন্ন এএফসি কাপই এখন পাখির চোখ এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দোর। আগামী ৩ মে কোঝিকোড়ে কোয়ালিফায়ারের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছে মোহনবাগান।
আগামী সোমবার সকালে যুবভারতীতে অনুশীলনের পর কেরল উড়ে যাবে দল। সুপার কাপের ব্যর্থতার প্রভাব এএফসি কাপে যাতে না পড়ে, সেদিকে বিশেষ নজর দিচ্ছেন বাগান কোচ। বুধবার সন্ধ্যায় অনুশীলেনও বেশ চনমনে দেখাল দিমিত্রি, লিস্টনদের। শুরুতে ওয়ার্ম-আপের পর ফুটবলারদের জন্য ফান-গেমের ব্যবস্থা করেছিলেন কোচ। তারপর চলল সিচুয়েশন প্র্যাকটিস।
আরও পড়ুন - Ronaldo Hotel: রোনাল্ডোর ৫০০ কোটির হোটেল নিয়ে নতুন সমস্যা! মন খারাপ পর্তুগিজ তারকার
সুপার কাপে মোহনবাগানের পাসিং ঝড় থামিয়ে জিতেছিল জামশেদপুর এফসি। তাই এদিন এই ব্যাপারে উন্নতি ঘটানোর দিকে জোর দিলেন স্প্যানিশ কোচ ফেরান্দো। প্রতিপক্ষ প্লেয়ারদের এড়িয়ে কীভাবে নিজেকে অরক্ষিত রাখা যায় তা বোমাসদের বোঝাচ্ছিলেন তিনি। অনুশীলনের শেষে চলল দিমিত্রিদের শ্যুটিংয়ের মহড়া। অনুশীলনে ফিরেছেন অজি ডিফেন্ডার ব্রেন্ডন হামিল
advertisement
advertisement
Ready to go! 📷#JoyMohunBagan #আমরাসবুজমেরুন #HeroSuperCup pic.twitter.com/WlycdHLHEX
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) April 18, 2023
স্লাভকো ডামজানোভিচ ও তিরিও রয়েছেন। এএফসি কাপে প্রীতম, শুভাশিসদের পাশে ফেরান্দো কাকে খেলান সেটাই দেখার। জানা যাচ্ছে, পাল্লা ভারি স্লাভকোরই। সুপার কাপে তিরির পারফরম্যান্সে সন্তুষ্ট নন বাগান কোচ। তবে আগামী মরশুমের দল নিয়ে ৩ মে ম্যাচের পরই সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট। নতুন মরশুমে কিছু নতুন ফুটবলার নেওয়া হবে, কাদের ছেড়ে দেওয়া হবে এই নিয়ে আলোচনা চলছে ভেতর ভেতর।
advertisement
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ খেলা ফুটবলার জেসন কমিংস সবুজ মেরুন জার্সি পড়বেন কিনা বোঝা যাবে কয়েকদিন পর। তার এজেন্টের সঙ্গে টাকা পয়সা নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে। পাশাপাশি অন্য বিদেশি স্ট্রাইকারের দিকেও নজর আছে ম্যানেজমেন্টের। আকাশ মিশ্র আসতে পারেন শোনা যাচ্ছে। এশিয়ান পর্যায়ে এর আগে এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল সেমিফাইনাল খেলেছে, বেঙ্গালুরু ফাইনাল খেলেছে। মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে। তবে এই মুহূর্তে তাদের একমাত্র লক্ষ্য এএফসি কাপে ভাল পারফর্ম করা।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 5:32 PM IST