Mohun Bagan: ৭০ কোটির মোহনবাগান এবার জাগছে! কামিংস, বুমুরা ভয় ধরাচ্ছেন পাশের ক্লাবে

Last Updated:

মোহনবাগান কোচ হুয়ান জানিয়ে গেলেন তিনি খুশি মুম্বই মিথ তার দল ভাঙতে পারায়। কিন্তু মোহনবাগান এখন সবে ৬০ শতাংশ ফিট

গোল করার পর সেলিব্রেশন আনোয়ার এবং হুগোর
গোল করার পর সেলিব্রেশন আনোয়ার এবং হুগোর
কলকাতা: সব কিছুর প্রথমবার একটা অন্যরকম শিহরণ জাগে। মোহনবাগান আজ প্রথমবার জিতল মুম্বই সিটি এফসির বিপক্ষে। ডুরান্ড কাপে আজ যুবভারতীতে নিখুঁত অঙ্ক এবং হার না মানা লড়াই করে দেশের অন্যতম সেরা দলকে পরাজিত করল সবুজ মেরুন জার্সিধারীরা। ইস্টবেঙ্গলের কাছে এই ডুরান্ড কাপেই ডার্বি হেরে গিয়েছিল মোহনবাগান। তারপর থেকে দলটা ঘুরে দাঁড়িয়েছে। এএফসি কাপে নেপাল এবং বাংলাদেশের দলকে হারানোর পর আজ দাপটের সঙ্গে মুম্বই বধ করল হুয়ান ফেরান্ডর দল।
প্রথম থেকেই বল নিজেদের দখলে রাখা, সেকেন্ড বল ছিনিয়ে নেওয়া এবং ডিফেন্স শক্ত রেখে চার-পাঁচটা টাচ খেলে ওপেন জায়গা তৈরি করে নেওয়া – এটাই ছিল আজ মোহনবাগানের স্ট্র্যাটেজি। আর এই স্ট্রাটেজিতেই মাত খেয়ে গেল মুম্বই। মুম্বইকে মোহনবাগান হারাতে পারে না, এই মিথ ভেঙে দেখিয়ে দিলেন আশিক, হুগো, সাহলরা। আজ নিজের পুরনো ছন্দে পাওয়া গেল হুগোকে।
advertisement
advertisement
আশিক ছিলেন অপ্রতিরোধ্য। কামিংস বুঝিয়ে দিচ্ছেন তিনি মানিয়ে নিচ্ছেন ভারতীয় ফুটবলে। সাদিকু লড়াই করছেন, পুরো ফিট হতে এখনও বাকি। বক্স টু বক্স খেলছেন অনিরুদ্ধ। নতুন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর তার জাত চেনাচ্ছেন। মনবীর গোল করলেন, প্রয়োজনে ডিফেন্স করলেন।
advertisement
আর লিস্তন, দিমিত্রি, গ্লেন মার্টিনরা পরে নেমে বুঝিয়ে দিলেন তাদের আটকাতেও জিভ বেরিয়ে যাবে বিপক্ষ দলের। ম্যাচ শেষে মোহনবাগান কোচ হুয়ান জানিয়ে গেলেন তিনি খুশি মুম্বই মিথ তার দল ভাঙতে পারায়। কিন্তু মোহনবাগান এখন সবে ৬০ শতাংশ ফিট। আর ২০ শতাংশ বাড়াতে পারলে এই দল অপ্রতিরোধ্য হয়ে উঠবে ভারতীয় ফুটবলে।
advertisement
একদিন বিশ্রাম দিয়ে সেমিফাইনালে গোয়ার বিপক্ষে ছক সাজানো শুরু করবেন মোহনবাগান কোচ। গোয়া চেন্নাইকে হারিয়েছে ৪-১ গোলে। অতীতে মোহনবাগানে খেলে যাওয়া ম্যাক হিউ, সন্দেশ আছেন দলটায়। এখন দেখার মুম্বইকে উড়িয়ে দেওয়ার পর গোয়াকে হারাতে পারে কিনা মোহনবাগান।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan: ৭০ কোটির মোহনবাগান এবার জাগছে! কামিংস, বুমুরা ভয় ধরাচ্ছেন পাশের ক্লাবে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement