কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলকে আবার হারাল মোহনবাগান, জমজমাট লড়াই দেখল ময়দান
- Published by:Rohan roychowdhury
Last Updated:
মোহনবাগান - ২
ইস্টবেঙ্গল - ১
কলকাতা: ফুটবলে চার বছর আগে শেষবার মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। তারপর থেকে সবুজ মেরুনের বিরুদ্ধে আর জয় নেই লাল হলুদের। আইএসএল ফুটবলে প্রতিবার হেরেছে ইস্টবেঙ্গল। সব মিলিয়ে মোহনবাগানের বিরুদ্ধে আই লিগ এবং আইএসএল মিলিয়ে ০-৮ পিছিয়ে লাল হলুদ। এবার হকিতেও মোহনবাগানের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল। কলকাতা হকি লিগের ডার্বিতে জিতল মোহনবাগান।
advertisement
advertisement
১৯ ফেব্রুয়ারি ভন্ডুল হয়ে যাওয়া ম্যাচ বৃহস্পতিবার মহমেডান মাঠে ফের খেলা হয়। সেখানে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়েছে সবুজ-মেরুন। ১৯ ফেব্রুয়ারির ম্যাচে মোহনবাগান এগিয়ে ছিল নীতীশ নিউপেনের গোলে। তার পরেই দু’দলের সমর্থকদের ঝামেলার কারণে খেলা ভন্ডুল হয়ে যায়। বৃহস্পতিবারের ম্যাচে মোহনবাগানের হয়ে গোল করেন রাজিন কান্দুলনা। ইস্টবেঙ্গলের গোলদাতা মাইকেল টোপনো।
আগামী ১৯ মার্চ সুপার সিক্সের ম্যাচে আবার দেখা হবে দুই দলের। এ দিনের ম্যাচে কোনও দর্শক তো বটেই, ছিলেন না দুই ক্লাবের কর্তারাও। বৃহস্পতিবারের ফলাফলে অবশ্য দুই দলেরই অবস্থানে কোনও নড়চড় হল না। দুই দলই উঠেছে সুপার সিক্সে। বাকি চার দল হল বিএনআর রিক্রিয়েশন ক্লাব, পূর্ব রেলওয়ে, পুলিশ এসি এবং পঞ্জাব স্পোর্টস।
advertisement
শুক্রবার থেকে শুরু হবে সুপার সিক্সের খেলা। মোহনবাগান মাঠে দুপুর সাড়ে ৩টেয় পূর্ব রেলের বিরুদ্ধে খেলবে পঞ্জাব স্পোর্টস। বিকেল ৫টা থেকে মোহনবাগান খেলবে বিএনআরের বিরুদ্ধে। ১৯ মার্চ, সুপার সিক্সের শেষ দিন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের খেলা হবে দুপুর সাড়ে ৩টে থেকে।
এদিন শুরু থেকেই দাপট বেশি ছিল মোহনবাগানের। মোহনবাগানের হকি তারকারা ইস্টবেঙ্গল দলের তুলনায় অনেক বেশি পেনাল্টি কর্নার আদায় করেছিল খেলায়। তবে একটা সময় ইস্টবেঙ্গল কামব্যাক ঘটিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটা যথেষ্ট ছিল না হার এড়ানোর জন্য।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 09, 2023 8:31 PM IST