টানা ম্যাচ খেলে ৪ দিনের বিশ্রাম বাগানে

Last Updated:

পরপর ম্যাচ। ক্রমাগত সাফল্য। এই ধারাবাহিকতাটুকুই ধরে রাখতে চান সঞ্জয় সেন। সনি ফিরছেন হাইতিতে। জেজে, প্রণয়, প্রীতমরা জাতীয় শিবিরে। বাকি ব্রিগেডকে নিয়ে আইজল ম্যাচের লড়াইয়ে নামতে চান সঞ্জয় সেন। তার আগে আপাতত কলকাতায় চারদিনের বিশ্রাম

#কলকাতা: গুয়াহাটি থেকে বৃহস্পতিবার শহরে ফিরে এল সবুজ মেরুন ব্রিগেড। রাতেই হাইতি উড়ে যাবেন সনি নর্ডি। জাতীয় শিবিরে যোগ দিয়েছেন ৩ ফুটবলার। এসবেও ডোন্ট কেয়ার ভাব কোচ সঞ্জয় সেনের। যাঁরা রইলেন, তাঁদের নিয়েই লড়াইয়ে আত্মবিশ্বাসী সঞ্জয় সেন। কারণ, রেকর্ডই তাতাচ্ছে বাগান কোচকে।
গোল আর গোল। কখনও স্বদেশি, কখনও বিদেশি। কখনও সনি, গ্লেন আবার কখনও জেজে, বলবন্ত। ছুটছে অশ্বমেধের ঘোড়া। অপরাজেয়, অপ্রতিদ্বন্দ্বী। আই লিগ থেকে এএফসি --শীর্ষে মোহনবাগান। এবারের আই লিগে টানা ১১ ম্যাচ অপরাজেয় সবুজ মেরুন ব্রিগেড। গত মরশুম থেকে হিসেব ধরলে টানা ১৪ ম্যাচ। অঙ্কের হিসেবে আই লিগে ৩০০দিনেরও বেশি মোহনবাগানকে হারাতে ব্যর্থ ভারতের অন্য ক্লাব দলগুলো। আই লিগে এমন ইতিহাস আগেও ছিল বাগানের। করিম বেঞ্জারিফার কোচিংয়ে টানা ১২ম্যাচ অপরাজেয় থাকার মধ্যে ১০ম্যাচে ছিল জয়। সে নজিরও এখনও ছুঁতে পারেনি অন্য ক্লাব। সেটা করিম জমানা ছিল। আর এখন সঞ্জয় সেনের বাহাদুরি। যিনি আর চারটি ম্যাচ অপরাজেয় থাকলে, গড়ে ফেলবেন অনন্য রেকর্ড। ছুঁয়ে ফেলবেন চার্চিল ব্রাদার্সকে। সেইসঙ্গে পরপর দু-বার আই লিগ জয়ের হাতছানি। আর এএফসি কাপে সুভাষ ভৌমিক ইস্টবেঙ্গলকে চার ম্যাচ টানা জিতিয়েছিলেন। সেই রেকর্ড ছোঁয়ার সুযোগ রয়েছে আরও এক বাঙালি কোচ সঞ্জয় সেনের। ইতিমধ্যেই তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই জিতে গেছে সঞ্জয়ের মোহনবাগান।
advertisement
পরপর ম্যাচ। ক্রমাগত সাফল্য। এই ধারাবাহিকতাটুকুই ধরে রাখতে চান সঞ্জয় সেন। সনি ফিরছেন হাইতিতে। জেজে, প্রণয়, প্রীতমরা জাতীয় শিবিরে। বাকি ব্রিগেডকে নিয়ে আইজল ম্যাচের লড়াইয়ে নামতে চান সঞ্জয় সেন। তার আগে আপাতত কলকাতায় চারদিনের বিশ্রাম।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
টানা ম্যাচ খেলে ৪ দিনের বিশ্রাম বাগানে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement