বাগানের লক্ষ্যে ফের এএফসি

Last Updated:

আই লিগে শীর্ষে, এএফসি কাপেও একই ধারা বজায় রাখতে চান সঞ্জয় সেন। সোমবার বিশ্রাম নিয়ে ফের ইয়াংগন এফসির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিতে চান বাগান কোচ।

#কলকাতা: আই লিগে শীর্ষে, এএফসি কাপেও একই ধারা বজায় রাখতে চান সঞ্জয় সেন। সোমবার বিশ্রাম নিয়ে ফের ইয়াংগন এফসির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিতে চান বাগান কোচ।
কখনও সনি, কখনও গ্লেন আর কখনও জেজে, বলবন্ত, কাটসুমিরা। সঞ্জয় সেনের হাতে আশ্চর্য প্রদীপ নেই ঠিকই, কিন্তু বন্ধ দরজা খোলার আত্মবিশ্বাসটুকু আছে। এটাই সম্বল। সে কারণেই এবারের আই লিগে ১১ ম্যাচই অপরাজেয়। এএফসি কাপেও তাই। লিগ শীর্ষে মোহনবাগান। জয় নিয়ে এখনই আত্মতুষ্টি দলের মধ্যে ঢুকতে দিতে চান না বাগান কোচ। ধীরে চলো নীতিতে এখনও বাকি পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জয়ের কথা ভাবছেন তিনি।
advertisement
১৬মার্চ ফের ফোকাসে থাকবে এএফসি কাপের ম্যাচ। গুয়াহাটিতে মোহনবাগান মুখোমুখি হবে মায়ানমারের দল ইয়াংগন এফসির। তারপর আইজল এফসি ম্যাচ। এখনই ডা‍র্বি নিয়ে ভাবনা ঢোকাতে চান না বাগান কোচ সঞ্জয় সেন।
advertisement
গ্লেনের চোট, ইয়াংগন এফসির বিরুদ্ধে খেলতে তাঁকেও সঙ্গে করে নিয়ে যেতে চান তিনি। অবস্থা বুঝে ব্যবস্থা। আপাতত আই লিগের পাশাপাশি এএফসি গ্রুপপর্বেও সেরা হয়েই থাকতে চান বাগান কোচ।
বাংলা খবর/ খবর/খেলা/
বাগানের লক্ষ্যে ফের এএফসি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement