Mohammedan Sporting: কলকাতা লিগে দুরন্ত মহমেডান! টালিগঞ্জকে ৪ গোলে উড়িয়ে দিল সাদা কালো

Last Updated:

ডুরান্ড কাপ থেকে বিদায় নেওয়ার পর কলকাতা লিগে চার গোলে জয় পেয়ে আত্মবিশ্বাস বাড়বে মহমেডানের

জোড়া গোল করলেন মহমেডানের অভিজিৎ সরকার
জোড়া গোল করলেন মহমেডানের অভিজিৎ সরকার
কলকাতা: আজকের আগে পর্যন্ত কলকাতা লিগে সাতটা ম্যাচ খেলেছিল মহমেডান স্পোর্টিং। ছটা ম্যাচ জিতেছিল। একমাত্র হেরে গিয়েছিল ডায়মন্ড হারবার এর কাছে। আজ নৈহাটির স্টেডিয়ামে নামার আগে একটা অদ্ভুত পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ছিল কলকাতার তৃতীয় প্রধান। একদিন আগেই কোচ মেহরাজ উদ্দিনকে সরিয়ে দিয়েছিল সাদা কালো। আজ কেয়ারটেকার কোচ হিসেবে ছিলেন শাহিদ রামন।
আর লিগ টেবিলে ৯ নম্বরে ছিল টালিগঞ্জ অগ্রগামী। ১৫ মিনিটের মাথায় প্রথম গোল করল মহমেডান। তন্ময় ঘোষের পাস থেকে অভিষেক হালদার দুর্দান্ত বা পায়ের শটে এগিয়ে দিলেন মহমেডানকে। এরপর ৩৩ মিনিটে দ্বিতীয় গোল সাদা কালোর। সাঙ্গার মাইনাস থেকে অভিজিৎ সরকার গোল করলেন। টালিগঞ্জ একমাত্র স্ট্রাইকার জর্জকে ওপরে রেখে খেলছিল।
advertisement
advertisement
আলতামাস, রসৈলি সুযোগ পেলে আক্রমণ তুলে আনছিলেন বিপক্ষ মহমেডেন বক্সে। ৫৭ মিনিটে তিন নম্বর গোল পেয়ে গেল মহমেডান। গোল করলেন অভিজিৎ। ডান দিক থেকে ভেসে আসা বলে ফ্লাইং হেডে নিজের দ্বিতীয় গোল করলেন বাঙালি স্ট্রাইকার। ৭৫ মিনিটে গণেশ বেসরা চতুর্থ গোল করলেন।
এই সময় প্রচন্ড বৃষ্টি নামল। কিন্তু টালিগঞ্জ পাল্টা কিছুই করতে পারল না। মহমেডান পরে নিয়ে এল সামাদ, দেঙ্গিল এবং অঙ্গুসানাকে। তবে গোল সংখ্যা বাড়েনি। ডুরান্ড কাপ থেকে বিদায় নেওয়ার পর কলকাতা লিগে চার গোলে জয় পেয়ে আত্মবিশ্বাস বাড়বে মহমেডানের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mohammedan Sporting: কলকাতা লিগে দুরন্ত মহমেডান! টালিগঞ্জকে ৪ গোলে উড়িয়ে দিল সাদা কালো
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement