Mohammedan Sporting: কলকাতা লিগে দুরন্ত মহমেডান! টালিগঞ্জকে ৪ গোলে উড়িয়ে দিল সাদা কালো
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
ডুরান্ড কাপ থেকে বিদায় নেওয়ার পর কলকাতা লিগে চার গোলে জয় পেয়ে আত্মবিশ্বাস বাড়বে মহমেডানের
কলকাতা: আজকের আগে পর্যন্ত কলকাতা লিগে সাতটা ম্যাচ খেলেছিল মহমেডান স্পোর্টিং। ছটা ম্যাচ জিতেছিল। একমাত্র হেরে গিয়েছিল ডায়মন্ড হারবার এর কাছে। আজ নৈহাটির স্টেডিয়ামে নামার আগে একটা অদ্ভুত পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ছিল কলকাতার তৃতীয় প্রধান। একদিন আগেই কোচ মেহরাজ উদ্দিনকে সরিয়ে দিয়েছিল সাদা কালো। আজ কেয়ারটেকার কোচ হিসেবে ছিলেন শাহিদ রামন।
আর লিগ টেবিলে ৯ নম্বরে ছিল টালিগঞ্জ অগ্রগামী। ১৫ মিনিটের মাথায় প্রথম গোল করল মহমেডান। তন্ময় ঘোষের পাস থেকে অভিষেক হালদার দুর্দান্ত বা পায়ের শটে এগিয়ে দিলেন মহমেডানকে। এরপর ৩৩ মিনিটে দ্বিতীয় গোল সাদা কালোর। সাঙ্গার মাইনাস থেকে অভিজিৎ সরকার গোল করলেন। টালিগঞ্জ একমাত্র স্ট্রাইকার জর্জকে ওপরে রেখে খেলছিল।
FT | Three more important points in the bag as we are slowly inching towards the business end of the #CFL2023 group stage! 🤩#JaanJaanMohammedan #BlackAndWhiteBrigade #IndianFootball pic.twitter.com/NVOZNri4Fa
— Mohammedan SC (@MohammedanSC) August 23, 2023
advertisement
advertisement
আলতামাস, রসৈলি সুযোগ পেলে আক্রমণ তুলে আনছিলেন বিপক্ষ মহমেডেন বক্সে। ৫৭ মিনিটে তিন নম্বর গোল পেয়ে গেল মহমেডান। গোল করলেন অভিজিৎ। ডান দিক থেকে ভেসে আসা বলে ফ্লাইং হেডে নিজের দ্বিতীয় গোল করলেন বাঙালি স্ট্রাইকার। ৭৫ মিনিটে গণেশ বেসরা চতুর্থ গোল করলেন।
এই সময় প্রচন্ড বৃষ্টি নামল। কিন্তু টালিগঞ্জ পাল্টা কিছুই করতে পারল না। মহমেডান পরে নিয়ে এল সামাদ, দেঙ্গিল এবং অঙ্গুসানাকে। তবে গোল সংখ্যা বাড়েনি। ডুরান্ড কাপ থেকে বিদায় নেওয়ার পর কলকাতা লিগে চার গোলে জয় পেয়ে আত্মবিশ্বাস বাড়বে মহমেডানের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2023 5:08 PM IST