VIDEO: গাড়ি দুর্ঘটনা, মহম্মদ শামি বাঁচালেন মানুষের প্রাণ!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Mohammed Shami Car Accident Newsনিজের ইনস্টাগ্রামে এই দুর্ঘটনার সম্পূর্ণ বিবরণ শেয়ার করেছেন মহম্মদ শামি। তিনি এই ঘটনার একটি ভিডিওও শেয়ার করেছেন৷ মানবিক মহম্মদ শামির এই ভিডিও দেখে সকলে প্রসংশা করছেন৷
নৈনিতাল: ক্রিকেট মাঠে প্রতিপক্ষ টিমের রান আটকেছেন মহম্মদ শামি (Mohammed Shami)৷ অনেক ম্যাচে টিম ইন্ডিয়াকে বাঁচিয়েছেন৷ এবার তিনি বাঁচালেন এক ব্যক্তির জীবন!নৈনিতালের রাস্তায় টিম ইন্ডিয়ার তারকা বোলার মহম্মদ শামির গাড়ির সামনে আরেকটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। নৈনিতালের হিল রোডে এই দুর্ঘটনা ঘটে। শামি তৎপরতা জীবন রক্ষা পায় গাড়িতে থাকা ওই ব্যক্তির।
নিজের ইনস্টাগ্রামে এই দুর্ঘটনার সম্পূর্ণ বিবরণ শেয়ার করেছেন মহম্মদ শামি। তিনি এই ঘটনার একটি ভিডিওও শেয়ার করেছেন৷ সেখানে দেখা যাচ্ছে যে একটি গাড়ি পাহাড়ের নীচে ঝোপের মধ্যে মুখ থুবড়ে পড়েছে৷ এই ভিডিওটি শেয়ার করে শামি লিখেছেন- ‘এই ব্যক্তি খুবই ভাগ্যবান।’
advertisement
advertisement
শামি আরও বলেন, “ঈশ্বর তাঁকে দ্বিতীয় জন্ম দিয়েছেন। নৈনিতালের পাহাড়ি রাস্তায় আমার গাড়ির ঠিক সামনেই তাঁর গাড়ি পাহাড় থেকে নীচে পড়ে যায়। আমরা তাঁকে নিরাপদে বের করে এনেছি।”
advertisement
শামি যে ভিডিওটি শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে যে তিনি একজন আহত ব্যক্তির যত্ন নিচ্ছেন। আরও অনেকই এই ঘটনার পর সেখানে উপস্থিত হয়৷ এরা সকলেই তাঁকে সাহায্য করেছিল দুর্ঘটনাগ্রস্ত লোকটির জীবন বাঁচাতে। তারকা বোলারকে দেখা গিয়েছে আহত ব্যক্তির যত্ন নিতে। তিনি বলেছিলেন যে আমরা তাঁর জীবন রক্ষা করেছি। মহম্মদ শামির এই ভিডিওটি দেখে সকলেই তাঁর প্রসংশায় মঞ্চমুখ৷ শামির শেয়ার করা ভিডিওগুলো এখন পর্যন্ত ৫ লাখ ৮০ হাজারের বেশি লাইক পেয়েছে। এ নিয়ে ভক্তরাও প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
advertisement
শামি নৈনিতালে এসেছিলেন একটি স্কুলের অনুষ্ঠানে অংশ নিতে। শামির ভাগ্নি নৈনিতালের সেন্ট মেরি কনভেন্ট স্কুলে পড়াশুনা করে। শামি সেখানে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এর আগে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছিলেন মহম্মদ শামি । ইনস্টাগ্রামে এর ছবি শেয়ার করেছেন তিনি।
advertisement
ফাস্ট বোলার মহম্মদ শামি ২০২৩ বিশ্বকাপে আশ্চর্যজনকভাবে পারফর্ম করেছিলেন এবং সর্বোচ্চ ২৪টি উইকেট নিয়েছিলেন। ২০২৩ বিশ্বকাপে, টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্যান্স করে এবং টানা ১০ টি ম্যাচ জেতে। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপে হারের পর খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মহম্মদ শামি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড্রেসিংরুমে পিঠ চাপড়ে তাকে উৎসাহিত করেছিলেন।
advertisement
বিশ্বকাপের পর সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে যুব দলটি বর্তমানে অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। প্রথম ম্যাচেও জয় পেয়েছে দল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2023 8:58 AM IST